BigNews: তাজমহলের জমির মালিক ‘হিন্দু রাজ পরিবার’, দাবি করলেন বিজেপি সাংসদ

মঙ্গলবার, হিন্দু সংগঠন মহাকাল মানব সেবার বেশ কয়েকজন সদস্য দাবি করেছিলেন কুতুবমিনারের নাম পরিবর্তন করতে হবে। তাদের দাবি ছিল ‘কুতুবমিনারের’ নাম পরিবর্তন করে ‘বিষ্ণু স্তম্ভ’ রাখতে হবে। এবার নতুন দাবি নিয়ে উপস্থিত হলেন বিজেপি সাংসদ দিয়া কুমারী। তাজমহলের জমি আসলে জয়পুরের রাজাদের, এরকমই দাবি করলেন বিজেপি সাংসদ দিয়া।

জয়পুরের রাজাদের জমি দখল করে নেন শাহজাহান
প্রায় তিন দশক ধরে আন্দোলন শেষে অযোধ্যায় রামমন্দির নির্মাণের স্বপ্ন সফল হয়েছে বিজেপির। অযোধ্যা, কাশী, মথুরার পর এবার দাবি উঠতে শুরু করেছে তাজমহল নিয়েও। রাজস্থানের বিজেপি সাংসদ দিয়া কুমারী দাবি করলেন, তাজমহলের জমি আদতে জয়পুরের রাজপরিবারের ছিল। পরবর্তীকালে শাহজাহান তা দখল করে নেন।

তাজমহলের বন্ধ ঘর খোলার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ বিজেপি নেতা
রাজস্থানের রাজসমন্দ লোকসভা কেন্দ্রের সাংসদ দিয়া কুমারী। বুধবার তিনিই দাবি করেন, তাজমহল যে জমিটির ওপর তৈরি, তা আদতে হিন্দুদের। তবে এই দাবি যে তিনিই প্রথম করছেন, এমনটা নয়। ইতিমধ্যেই এলাহাবাদ হাইকোর্টে আবেদন জমা পড়ে গিয়েছে। সেখানে লেখা আছে, তাজমহলের ভেতরে বন্ধ থাকা ২০ টি ঘর যেন খুলে দেওয়া হয়। বিজেপির মিডিয়া ইনচার্জ রজনীশ সিংয়ের দাবি, ওই ঘরগুলিতে হিন্দু মূর্তি থাকতে পারে।

আদালতকেও তথ্য দিতে রাজি দিয়া কুমারী
স্বাভাবিকভাবেই এলাহাবাদ হাইকোর্টে এই আবেদন নিয়ে উত্তাল হয়েছে গোটাদেশ। রাজস্থানের বিজেপি কেন্দ্রীয় দাবি করেন যে, তাজমহলের জমি জয়পুরের রাজ পরিবারের, পরবর্তীকালে যা শাহজাহান দখল করে নেন। বিজেপি সাংসদ দিয়া কুমারী বলেন, এই বিষয়ে আদালত যদি কখনও তথ্য চায়, আমরা সহযোগিতা করব। তাজমহলের বহু ঘর এখন বন্ধ রয়েছে, সেগুলিতে সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy