BigNews: জল সমস্যার সমাধানে আলোচনায় বসতে যাচ্ছে ভারত-পাকিস্তান, জেনেনিন কবে হচ্ছে বৈঠকটি

বিতর্কিত জল সমস্যার সমাধানে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এ বিষয়ে আলোচনা করতে পাকিস্তানের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লি সফর করবে। পাকিস্তানের সিন্ধু জলবিষয়ক কমিশনার সৈয়দ মুহাম্মাদ মেহের আলী শাহ শনিবার (২৮ মে) এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেহের আলী শাহ বলেন, নতুন দিল্লিতে ৩০ ও ৩১ মে দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলটি ওয়াঘা সীমান্ত দিয়ে ভরতে সফর করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বন্যার পূর্বাভাসের তথ্য শেয়ার ও সিন্ধু জলবিষয়ক পাকিস্তান কমিশনারের বার্ষিক প্রতিবেদন নিয়েও আলোচনা করা হবে।

কমিশনার বলেন, পাকিস্তান সবসময় সিন্ধু জল চুক্তি বাস্তবায়নের জন্য জোর দিয়েছে ও সময় মতো ভারতের আচরণের বিষয়েও কথা বলেছে। তাছাড়া মার্চে দুই দেশ সিন্ধু চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

সিন্ধু জল-বণ্টন চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় বিশ্ব ব্যাংক এর মধ্যস্থতায়। ১৯৬০ সালে করাচি শহরে এই চুক্তি সই হয়। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান চুক্তিটিতে সই করেছিলেন।

চুক্তি অনুযায়ী পাকিস্তান সিন্ধু, বিতস্তা ও চন্দ্রভাগা নদীর জল ব্যবহার করে। অন্যদিকে বিপাশা, ইরাবতী ও শতদ্রু নদীর জল ব্যবহার করে ভারত।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy