BigNews: জনগণনার পদ্ধতিতে আসছে আমূল পরিবর্তন , বড় ঘোষণা করলেন অমিত শাহ

জনগণনার পদ্ধতিতে আসছে আমূল পরিবর্তন। এবারের জনগণনা আর বাড়ি বাড়ি গিয়ে করা হবে না। তারপরিবর্তে পুরো প্রক্রিয়ায় করা হবে ডিজিটাল পদ্ধতিতে। সম্প্রতি অসম সফরে গিয়ে এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর এই পদ্ধতি অনুসরণ করে জনগন ১০০ শতাংশ নির্ভুল হবে বলে তিনি দাবি করেছেন।

অসমের আমিনগাঁওয়ে একটি জনগণনা দফতর উদ্বোধন করে অমিত শাহ বলেন ‘দেশের পরবর্তী সেনসাস হবে সম্পূর্ণ ডিজিটাল। এই পদ্ধতিতে ১০০ শতাংশ নির্ভূল গণনা করা যাবে। গণনা পদ্ধতিকে নিখুঁত করার জন্য অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। দেশের আর্থিক সহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকা পালন করে জনগণনা। একমাত্র জনগণনার মাধ্যমেই জানা সম্ভব দেশের প্রত্যন্ত অঞ্চল সহ প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান কেমন। কেমন রয়েছে পাহাড় থেকে উন্নত শহরের মানুষজন।‘

তিনি আরও বলেছেন, ‘২০২৪ সালের মধ্যেই দেশের সব মানুষের জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য একসঙ্গে জুড়ে দেওয়া হবে। এতেই ডিজিটালি জনগণনা আপডেট হয়ে যাবে। শিশুর জন্মের পরই তা সেনসাস রেজিস্টারে নথিভূক্ত করতে হবে। ১৮ বছর বয়সে ভোটার তালিকায় নাম উঠলে তাও আপডেট হয়ে যাবে। এর জন্য শীঘ্রই একটি সফটওয়্যার উদ্বোধন করা হবে।‘

সেই সাথে তিনি আরও জানান নতুন অ্যাপটিতে প্রথম অমিত শাহ এবং তাঁর পরিবার জনগণনার ফর্মে নিজেদের নাম নথিভুক্ত করবেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy