চাকরি দেওয়ার কথা বলে হোটেলে নিয়ে ভারতে ২৫ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্ট্যান্ডআপ কমেডিয়ান খয়ালি সহারণকে।
বৃহস্পতিবার জয়পুরের মানসরোবর থানায় খয়ালির বিরুদ্ধে অভিযোগ করেন ওই তরুণী। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে গত সোমবার। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে তরুণীকে মানসরোবর এলাকার একটি হোটেলে নিয়ে গিয়েছিলেন খয়ালী। এর পর মদ্যপান করে তিনি হোটেলের কক্ষে অভিযোগকারী তরুণীকে ধর্ষণ করেন বলে জানা যায়।
মানসরোবর থানার সাব-ইন্সপেক্টর সন্দীপ যাদব বলেন, তরুণীর দায়ের করা অভিযোগের পর কৌতুক অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, শ্রীগঙ্গানগরের বাসিন্দা ওই নারী একটি ফার্মে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। তিনি অন্য এক নারীর মারফত প্রায় এক মাস আগে একটি কাজের জন্য সাহায্য চেয়ে কমেডিয়ানের সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, খয়ালী সেই হোটেলে দুটি কক্ষ বুক করেছিলেন। একটি নিজের জন্য, অন্যটি দুই নারীর জন্য। এর পর তরুণীর অভিযোগ অনুযায়ী, কমেডিয়ান নিজে বিয়ার খান। দুই নারীকেও বিয়ার খেতে বাধ্য করেন। এর পর একজন ঘর থেকে চলে গেলে তরুণীকে ধর্ষণ করেন খয়ালী।
খয়ালী অংশ নিয়েছিলেন ‘ইন্ডিয়ান চ্যালেঞ্জ সিজন ২’-তে। কপিল শর্মার শোয়েও অতিথি হয়ে এসেছিলেন খয়ালী।