BigNews: কোথায় আছে ঘূর্ণিঝড় ‘অশনি’, মোকাবিলায় কতটা প্রস্তুত পশ্চিমবঙ্গ সরকার?

পশ্চিমবঙ্গে আগামী মঙ্গলবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’। ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্ক রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে ভারতীয় নৌবাহিনী। দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে বাহিনীকে উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যে পড়বে কিনা এ নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে সন্দেহ রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় অশনি নিয়ে এখনো সঠিক পূর্বাভাষ দেওয়ার সময় হয়নি। কারণ ঘন ঘন চরিত্র বদলাচ্ছে এটি। তবে মঙ্গলবার আছড়ে পড়ার আশঙ্কা প্রবল। তবে কোথায় ল্যান্ডফল হবে সেটাও আন্দাজ করা এখন সম্ভব নয়। সমুদ্রেও ল্যান্ডফল করতে পারে। ডাঙায় করলে ঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটার বেগ হতে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। তবে এখন বাড়তে পারে গরম। রোববার সকালেই তাপমাত্র ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.৩ মিলিমিটার।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy