BigNews: উচ্চমধ্যমিক পাশ না করালে আত্মহত্যা করব, হুমকি ৩৭ জন ফেল করা ছাত্রীর

উচ্চমধ্যমিক পাশ করানোর দাবিতে যশোর রোড অবরোধ করে আত্মহত্যার হুমকি দিলো বনগাঁ কুমুদিনী স্কুলের পড়ুয়ারা। তারা পরীক্ষায় অকৃতকার্য হলেও আন্দোলনরত পড়ুয়াদের দাবি তাদের সকলকে পাশ করিয়ে দিতেই হবে।

জানাগেছে ওই স্কুলের ২৭৯ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্তীর মধ্যে ৩৭ জন ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে ফেল করেছে। আর সেই প্রসঙ্গে ছাত্রীদের যুক্তি সিলেবাস পাল্টেছে বারবার। অনলাইন পরীক্ষা দেওয়ার কথা ছিল, অফলাইনে তা দিতে হয়েছে। ‘

প্রসঙ্গত, পরীক্ষা শেষে উত্তীর্ন করানোর দাবিতে জায়গায় জায়গায় আনন্দলোন করছে অকৃতকার্য পড়ুয়ারা। তাদের একটাই যুক্তি তারা বিভিন্ন কারণে পরীক্ষার জন্য ভালোকরে প্রস্তুতি নিতে পারেনি। কোথাও জানানো হয়েছে ক্লাস ঠিক করে হয়নি আবার কোথাও কোথাও দাবি করা হয়েছে বারবার সিলেবাস পরিবর্তনের। তবে সব বাধা বিপত্তি সত্ত্বেও এবারের পাশের হার ৮৮ শতাংশ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy