BigNews: ঈদের দিন সংঘর্ষের পর জারি কারফিউ, গ্রেপ্তার হলেন ৯৭ জন

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে ঈদের দিন এবং এর আগের দিন দুপক্ষের সংঘর্ষের ঘটনার পর এ পর্যন্ত ৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোতের নিজ শহর যোধপুরের উদয় মন্দির, নাগোরি গেটসহ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষ নিয়ে গুজব ছড়ানো ঠেকাতে ইন্টারনেটও বন্ধ রাখা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত সোমবার শহরের জালোরি গেট এলাকায় পতাকা লাগানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এদিন রাতে সংঘর্ষরতদের পাথর নিক্ষেপে অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

যোধপুরে তিন দিনব্যাপী পরশুরাম জয়ন্তী উৎসব পালনকারী ও ঈদ পালনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে মঙ্গলবার ঈদের দিনও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ শহরের কয়েকটি এলাকায় কারফিউ জারি করে।

মুখ্যমন্ত্রী গেহলোত সংঘর্ষে বিজেপির ভূমিকা আছে বলে অভিযোগ করেন। এনডিটিভিকে মঙ্গলবার তিনি বলেন, ‘এটি বিজেপির কাজ। কারণ, লাগামহীন মূল্যস্ফীতি, বেকারত্ব সামাল দিতে পারছে না তারা। তাই মনোযোগ অন্যদিকে সরাতে ভেবেচিন্তেই এসব করছে তারা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy