দেশজুড়ে নিয়মিত আর্থিক কেলেঙ্কারির বিষয়ে তল্লাশি চালায় ইডি। আর সেই তল্লাশির তালিকা থেকে বাদ যায়না বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে নেতা-মন্ত্রী। বেশিরভাগ ক্ষেত্রেই ফাঁস হয়ে যায় বিভিন্ন আর্থিক দুর্নীতি। উদ্ধার হয় কর ফাঁকি দেওয়া লক্ষ লক্ষ কোটি টাকা।
আর এবার আর্থিক দুর্নীতির কারণ দেখিয়ে আজ সকাল থেকেই মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী অনিল পরবের একাধিক জায়গায় ইডি শুরু করেছে তল্লাশি অভিযান। আর এবার এই বিষয়ে কেন্দ্র সরকারের বিরুধ্যে তোপ দাগলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
তিনি ইডির তল্লাশি প্রসঙ্গে বলেন ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অনুসন্ধান ও অভিযান করার অধিকার রয়েছে। তবে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ক্ষমতার অপব্যবহার করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। যা উচিত নয়।’