
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। তৃতীয় রাউন্ডের গণনা শেষে সেখানে প্রায় ৭৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন শাসক দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ইতিমধ্যেই ১ লক্ষ ৮০ হাজারের বেশি ভোট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির অগ্নিমিত্রা পাল ১ লক্ষের কিছু বেশি ভোট পেয়েছেন। আসানসোলে চারটি বিধানসভায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তিনটি বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি।
বালিগঞ্জ উপ-নির্বাচন: লিড কমল তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়ের। নবম রাউন্ডের শেষে লিড ছিল ৮,০০০-র বেশি, তা কমে পৌঁছে গিয়েছে ৭,০০০-র কাছে। পঞ্চম রাউন্ডের শেষে ৭,৮৭২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি পেয়েছেন ২৮,৬৩৫ টি ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের ঝুলিতে আছে ২০,৭৬৩ টি ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৪,০৯২ টি ভোট। মাত্র ৩,৬২১ টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।
আসানসোল এবং বালিগঞ্জ – রাজ্যের দুই উপ-নির্বাচনেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস। রীতিমতো শোচনীয় অবস্থায় বিজেপির। বালিগঞ্জে তো চার নম্বরে নেমে গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে বালিগঞ্জে দুইয়ে উঠে এসেছে সিপিআইএম। শুধু তাই নয়, গতবারের বিধানসভা ভোটের তুলনায প্রায় ২০ শতাংশ বেড়েছে ভোটের হার। তৃণমূলের ভোট কমেছে ১৭ শতাংশের মতো।