BigNews: আন্ডারওয়ার্ল্ড থেকে অরিজিত সিং কে হুমকি, ৫ কোটির বদলে যা কাণ্ড করেছিলেন গায়ক

বলিউডি গায়কদের তালিকায় প্রথমেই আসে আরিজিৎ সিং-এর নাম। এই মুহূর্তে তার ভক্তর সংখ্যা আকাশ-ছোঁয়া। তবে পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর সামনে এল নতুন তথ্য। জানা গেল, সিধুর মতো অরিজিতের কাছেও হুমকি ভরা ফোন এসেছিল আন্ডারওয়ার্ল্ড থেকে। ২০১৫ সালে এক গ্যাংস্টারের কাছ থেকে ফোন আসত তার কাছে।

২০১৫ সালে অরিজিৎ সিং আর তার ম্যানেজার তারসেন ফোন পায় আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারির থেকে। প্রথমে ৫ কোটি দাবি জানানো হয়। এরপর অত টাকা সেই সময় জোগার না হলে ফ্রি-তে বেশ কয়েকটি শো করে দিতে হয় অরিজিৎকে। মুম্বাই মিরররকে দেওয়া সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছিলেন, আমেরিকায় থাকাকালীন পরিস্থিতি কী মোড় নিয়েছিল।

অরিজিৎ জানান, এক প্রোমোটারের সঙ্গে সেই সময় বাজেট নিয়ে খুব দরদাম চলতে থাকে। অনেক কম টাকায় ও শো করতে বলছিল। সেই প্রোমোটারের যোগাযোগ ছিল আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারীর সঙ্গে। যে আমার ম্যানেজারের উপর অনেক চাপ দিয়েছিল। আমি স্টুডিয়োতে থাকলে ফোন ধরি না। আর পূজারি তারসেনকে চাপ দিচ্ছিল অনেক। ও ভয় পেয়ে আমায় সব জানায়। আমার পুলিশে অভিযোগ করি।

‘আমি পূজারীকে চিনতামও না। আর আমার কাছে সোজাসুজি কোনো ফোনও আসেনি। আমাকে বলা হয় কয়েকটা শো-তে ফ্রিতে গান গেয়ে দেওয়ার। আর আমার ম্যানেজার সেই দাবি মানতে বাধ্য হয়। টাকার কথা সোজাসুজি কিছু বলা হয়নি আমাকে। আর আমি অত রোজগারও করতাম না।’ জানিয়েছিলেন অরিজিৎ।

প্রসঙ্গত, পঞ্জাবি গায়ক সিধুও কয়েক বছর ধরে এরকম ধমকি ফোন পাচ্ছিল বলে জানা গিয়েছে। সোমবারই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার। ফলে বিনোদন জগতে আন্ডারওয়ার্ল্ড-বিতর্ক মাথাচাড়া দিয়েছে আরো একবার।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy