৪৮ ঘন্টা যেতে না যেতেই নিজেদের জারি করা সতর্কবার্তা নিজেরাই প্রত্যাহার করলো UIDAI। আগের ওই বিবৃতিতে সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছিল যাতে কেউ কোনও সংস্থার ফটোকপি শেয়ার না করেন কারণ এরফলে আধার কার্ডের অপব্যবহার হতে পারে।
তবে এবার ৪৮ ঘন্টা যেতে না যেতেই UIDAI বিজ্ঞপ্তি করে জানিয়ে দিলো “প্রেসবিজ্ঞপ্তির ভুল ব্যাখ্যার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে ওই নির্দেশিকা অবিলম্বে প্রত্যহার করা হচ্ছে “সেই সাথে জানানো হয়েছে ২৭ মের জারি করা বিজ্ঞপ্তিটি খুবই তাৎপর্য পূর্ন ছিল কারণ এর আগে একাধিকবার নাগরিকদের আধার কার্ড ও প্যান কার্ড লিংক করা হয়েছে যোগ করা হয়েছে ব্যাঙ্ক একাউন্টও। আর সেই কারণে আধার কার্ডের তথ্য ফাঁসের আশংকা বেড়ে গিয়েছে উদ্বেগ জনকভাবে।
প্রসঙ্গত, ২৭ মে’র বিবৃতিতে UIDAI জনগণকে জানিয়েছিল, “আপনার আধারের ফটোকপি কোনও সংস্থার সঙ্গে শেয়ার করবেন না কারণ এটির অপব্যবহার হতে পারে। বিকল্প হিসেবে অনুগ্রহ করে এমন একটি আধার ব্যবহার করুন যাতে কেবল আপনার আধার নম্বরের শেষ ৪টি সংখ্যাই দেখা যাবে। এটি UIDAI অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in থেকে ডাউনলোড করা যেতে পারে। অনুগ্রহ করে ‘Do you want a masked Aadhaar’ বিকল্পটি নির্বাচন করুন এবং ডাউনলোড করুন।”
UIDAI রবিবার জানিয়েছে, “বেঙ্গালুরু আঞ্চলিক অফিস, UIDAI -এর ২৭ মে ২০২২ তারিখের প্রেস বিজ্ঞপ্তি অনুসরণে জানানো হচ্ছে, পূর্বের বিজ্ঞপ্তি ফটোশপ করা আধার কার্ডের অপব্যবহার রোখার প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে নাগরিকদের তাঁদের আধারের ফটোকপি কোনও সংস্থার সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয় কারণ এটির অপব্যবহার হতে পারে। বিকল্প হিসেবে, এমন একটি আধার ব্যবহার করতে বলা হয়েছিল যাতে কেবল আপনার আধার নম্বরের শেষ ৪টি সংখ্যাই দেখা যাবে। যাইহোক, প্রেস বিজ্ঞপ্তির ভুল ব্যাখ্যার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে।”