OMG! পারিবারিক বিবাদের জের, ৬ সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করলো মা
May 31, 2022
পারিবারিক বিবাদের জেরে ছয় সন্তানকে কুয়ায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, নিহত ছয় শিশুর মধ্যে পাঁচ জন মেয়ে।
গতকাল সোমবার মহারাষ্ট্রের রায়গড় জেলার খারাভালি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মহারাষ্ট্র পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, খারাভালি গ্রামটি মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
পুলিশ বলছে, স্বামীর পরিবারের সদস্যরা তাঁকে মারধরের পর এমন ঘটনা ঘটিয়েছেন ৩০ বছর বয়সি ওই নারী।
নিহত শিশুদের বয়স ১৮ মাস থেকে ১০ বছরের মধ্যে, জানিয়েছে মহারাষ্ট্র পুলিশের ওই কর্মকর্তা।