OMG! ১৯৫ কোটি টাকা রেখেছিলেন লুকিয়ে, ধরা পড়তেই ৫৪ কোটি ট্যাক্স দিলেন ব্যবসায়ী

উত্তরপ্রদেশের কানপুরের সুগন্ধি ব্যবসায়ী পীযুষ জৈনের বাড়িতে গত বছর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৯৫ কোটি টাকা নগদ, ২৩ কেজি সোনা ও ৬০০ কেজি চন্দন কাঠের তেল। সেই সাথে কানপুর ও কনৌজের ব্যাংক থেকেও পাওয়া যায় বিপুল সম্পত্তির খোঁজ। আর তারপরেই গ্রেফতার করা হয় ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যবসায়ী পীযুষ জৈন কে।
আর এবার সেই ব্যবসায়ী সরকারের কাছে কর জমা করলেন ৫৪ কোটি টাকা। আর সেই নথি দেখিয়ে জামিনের আবেদন করেছে তার উকিল। কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে।
প্রসঙ্গত, ওই ব্যবসায়ীর নাম পীযূষ জৈন। সুগন্ধী দ্রব্য ও পেট্রল পাম্পের ব্যবসা করেন তিনি। পীযূষ জৈন কানপুরের বাসিন্দা। তার বাড়িতে অভিযানের সময় আলমারি থেকে ১৫০ কোটির নোট উদ্ধার করা হয়েছে।
কানপুরের আয়কর বিভাগের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, কর্মকর্তারা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন।
কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে আয়কর বিভাগের কর্মকর্তারা এ অভিযান চালান। কর্মকর্তারা জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া বিল দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল।