‘পাঠান’ সিনেমা দেখে যা জানালেন শাহরুখপুত্র আব্রাম

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা পাঠান ভেঙে দিচ্ছে একের পর এক রেকর্ড। স্বাভাবিকভাবেই শাহরুখ খান রয়েছেন বেশ খোশ মেজাজে। তাই টুইটারে তিনি ভক্তদের সঙ্গে আলাপ করেছেন। ফ্যানদের দিয়েছেন ধন্যবাদ।
টুইটারে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে শাহরুখ খানের কাছে এক ভক্ত জানতে চান, ‘এই সিনেমা দেখে শাহরুখের কনিষ্টপুত্র আব্রাম কী ভাবছে বা বলছে?’

সেই প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, তার পুত্র আব্রাম মনে করে সবকিছুই কাজের ফল। পাঠান দেখে আব্রাম কেমন সাড়া দিয়েছে শাহরুখ এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেছেন, ‘আমি জানি না সে ঠিক কী ভেবেছে। তবে সে আমাকে বলেছে পাপা এটা কর্মফল। সুতরাং আমি এটা বিশ্বাস করি।’