OMG! রক্তের মতো লাল হয়ে গেল আকাশ! আতঙ্ক ছড়িয়ে পড়লো এলাকা জুড়ে

হঠাৎ করেই চীনের আকাশ লাল টকটকে হয়ে ওঠায় আতংক ছড়িয়ে পড়লো এলাকা জুড়ে। অবাক করা এই দৃশ্যটি দেখা গেছে চীনের বুসানে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই দৃশ্যের ভিডিও।

আকাশ লাল হয়ে যাওয়ার ঘটনা নিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জল্পনা। কেউ দাবি করে জানিয়েছেন আকাশ লাল হয়ে যাওয়ার ঘটনা কোনো অশুভ সংকেত দিচ্ছে। বুসানের এক বাসিন্দা জানিয়েছেন “এরকম দৃশ্য আগে কখনো দেখা যায়নি। আর এই ঘটনা অভ্যাস দিচ্ছে হাপিত আগামী ৭ দিনের মধ্যে বড় কোনো ভূমিকম্প হবে দেশে। ”

অপরদিকে বুসানের আবহাওয়া দফতর ক্ষতিয়ে দেখছে আকাশ লাল হয়ে যাওয়ার কারণ। তবে তারা মনে করছে এমনটা আলোর সিপ্রতিসারণের কারণেই হয়ে থাকতে পারে। তবে মূল কারণ কি সেই বিষয়ে নিয়ে খোঁজ করছে বিজ্ঞানীরা।

প্রসঙ্গত, এর আগে ১৭৭০ সালে এরকম লালা আকাশ হয়ে গিয়েছিলো। সেই সম্পয় টানা ৯ দিন ধরে আকাশ লাল ছিল। জাপানের বিজ্ঞানীরা সেই সময় দাবি করেছিলেন এটি একটি সৌর জাগতিক ঘটনা। বুসানের ঘটনাও সেরকমই কিছু কি না তা ক্ষতি দেখছেন সে দেশের বিজ্ঞানীরা।