প্রধানমন্ত্রীর সঙ্গে হিটলারকে জুড়ে বিস্ফোরক মন্তব্য করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

শিবসেনা সসাংসদ সঞ্জয় রাউত ভিভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে হিটলারকে জুড়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি রবিবার বলেন “এই দেশের প্রধানমন্ত্রী অ্যাডলফ হিটলারকে ভালোবাসেন এবং জার্মান একনায়ককে অনুসরণ করেন”।

শিবসেনা সাংসদ আরও জানিয়েছেন যে বর্তমানে কেউ যদি হিটলারের প্রশংসা করেন তাহলে এটি রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য করা যায়না। একটি অনুষ্ঠানে তিনি বলেন “সেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরেও হিটলারের প্রশংসা করেছিলেন। তাঁর বক্তব্য, হিটলার অনেক কাণ্ড ঘটিয়েছেন। আসলে মোদি হিটলারকে অনুসরণ করেন। সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে বোঝা যাবে হিটলার ও মোদির মধ্যে মিল কোথায়।”

তিনি অভিযোগ করে আরও বলেন মোদী ও তার দল হিটলারের মতো একই কাজ করে চলেছেন যদিও তিনি সেইসব বিষয় নিয়ে সমালোচনার থেকে বিরত থাকেন। সঞ্জয় রাউতের বক্তৃতায় উঠে আসে ১৯৩৬ এ বার্লিনে অলিম্পিক আয়োজনকারী জার্মানির কথা। তার কথায় হিটলার জার্মানিতে একজন জনপ্রিয় নেতা ছিলেন পরবর্তীতে পরাজিত হলেও তার জনপ্রিয়তা কমে যায়নি বলা সাহেব ঠাকরেও তার প্রশংসা করতেন।