Rape: এ ভাবেই আমাকে ধর্ষণ করেছে বাবা! ভাইরাল ভিডিও, গ্রেফতার শিক্ষক বাবা

দিনের পর দিন নিজের মেয়েকে ধর্ষণ করেছে বাবা। ধর্ষণের পর হুমকি দিয়েছিলো এই কথা যেন আর কেউ জানতে না পারে। কিন্তু অভিযুক্ত বাবা জানতে সিপারেন্নি যে তার সমস্ত কীর্তি ততক্ষনে হয়ে গেছে ক্যামেরা বন্দি।
তারপর নিজের মেয়েই ধর্ষণের ভিডিও প্রকাশ করে নেট মাধ্যমে তার বাবার আসল রূপ তুলে ধরে। সেই সাথে সোশ্যাল মিডিয়ায় সেই মেয়ে দাবি জানায় ন্যায় বিচারের। আর এই মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনাটি ঘটেছে বিহারের সামাস্তিপুরে। ভাইরাল ওই ভিডিওর সূত্র ধরে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পেশায় শিক্ষক অভিযুক্ত কে।
রোসেরার মহকুমা পুলিশ আধিকারিক শাহিয়ার আখতার শনিবার বলেন, ‘‘নেটমাধ্যমে ওই পোস্ট এবং ভিডিয়ো দেখে প্রথমে আমরা স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছিলাম। তাঁর মেয়েও লিখিত ভাবে ধর্ষণের কথা জানিয়েছেন।’
শাহিয়ারের দাবি, নির্যাতিতার মা এবং মামাও ঘটনার কথা জেনেছিলেন। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ না জানিয়ে নির্যাতিতাকে ঘটনাটি গোপন রাখার জন্য চাপ দিয়েছিলেন।