মৃত‍্যুর আগে ব‍্যর্থতা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা সুশান্ত, কী বলেছেন তিনি?

‘রাবতা’ ছবি ফ্লপ হওয়ার পর ব‍্যর্থতা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা সুশান্ত। তিনি বলেছিলেন,
আমি ব‍্যর্থ হতে চাই, বার বার। জীবনে ব‍্যর্থতার জন‍্যও কিছু জায়গা রাখা দরকার। সব সময়
নতুন জিনিস চেষ্টা করে দেখতে চাই। ওতে আমি অনেক আনন্দ পাই।

সুশান্ত যেই ছবিই করতেন, সেই ছবি হিট হোক বা ব‍্যর্থ, তার প্রভাব মনে পড়তে দিতেন না। তিনি
অভিনয় করতে ভালবাসতেন। আবার এমন নয় যে, তাকে অভিনয় করতেই হতো। তাই তিনি বেশি চিন্তিত হতেন না।

প্রসঙ্গত, অভিনেতা সুশান্তের মৃত‍্যুর পর তদন্তের সব ভার দেওয়া হয়েছিল সিবিআইকে। দু বছরেও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সুশান্ত মৃত‍্যু মামলার তদন্ত এখনো চলছে। এই বিষয়ে কোনো তথ‍্য এখনি বাইরে প্রকাশ করা সম্ভব নয়।

সুশান্তের মৃত্যুর কারণ আত্মহত‍্যা নাকি কোনো রকম ষড়যন্ত্র, সেটাও কেউ এখনো বলতে পারে না। প্রয়াত অভিনেতা সুশান্ত বিচার পাক, এমনটাই আবেদন তার শুভাকাঙ্খীদের।