BHU রণক্ষেত্র! বিড়লা ও রুইয়া হোস্টেলের ছাত্রদের রক্তক্ষয়ী সংঘর্ষ, পরিস্থিতি সামলাতে নামল RAF ও ড্রোন

উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU) চত্বর যেন এক মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হলো। দুই হোস্টেলের ছাত্রদের মধ্যে শুরু হওয়া বিবাদ গড়াল সংঘর্ষ ও দাঙ্গায়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, ক্যাম্পাসে মোতায়েন করতে হয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) এবং পিএসি (PAC)। বিড়লা হোস্টেলের ১১টি ঘর ইতিমধ্যেই সিল করে দিয়েছে প্রশাসন।

সংঘর্ষের সূত্রপাত কীভাবে? রিপোর্ট অনুযায়ী, চারজন বহিষ্কৃত ছাত্র রুইয়া হোস্টেলের এক আবাসিক ছাত্রকে বেধড়ক মারধর করলে ঘটনার সূত্রপাত হয়। এর প্রতিবাদে রুইয়া হোস্টেলের ছাত্ররা লাঠি ও লোহার রড নিয়ে বেরিয়ে আসে। পাল্টা জমায়েত করে বিড়লা হোস্টেলের ছাত্ররাও। শুরু হয় দু’পক্ষের মধ্যে ব্যাপক পাথরবৃষ্টি।

পুলিশি অভিযান ও চাঞ্চল্যকর তথ্য: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় চারটি থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পুরো ক্যাম্পাস পুলিশের কড়া পাহারায় রয়েছে। পুলিশি তল্লাশিতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য:

  • অবৈধ বসবাস: বিড়লা হোস্টেলের অনেক ঘরেই অননুমোদিতভাবে ছাত্ররা বসবাস করছিল।

  • আপত্তিকর সামগ্রী: তল্লাশির সময় হোস্টেলের ঘরগুলি থেকে বেশ কিছু ‘অশ্লীল’ ও আপত্তিজনক জিনিস উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

  • ড্রোন নজরদারি: হোস্টেলের ছাদে কোনো অস্ত্র বা পাথর মজুত করা আছে কি না, তা দেখতে ড্রোন ব্যবহার করে নজরদারি চালাচ্ছে প্রশাসন।

প্রশাসনের কড়া পদক্ষেপ: বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ড এবং পুলিশ যৌথভাবে প্রতিটি ঘর পরীক্ষা করছে। বিড়লা সি হোস্টেলের ১১টি ঘর সিল করার পাশাপাশি রুইয়া হোস্টেলেও চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। অননুমোদিত ছাত্রদের চিহ্নিত করে অবিলম্বে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

Editor001
  • Editor001