রাজস্থানে মহাকাণ্ড! ৬৫১ কুইন্টাল চুরমা মাখছে আস্ত জেসিবি মেশিন, ভিডিও দেখলে চোখ কপালে উঠবে!

ভক্তি যখন আক্ষরিক অর্থেই ‘বিশাল’ আকার নেয়, তখন মানুষের কল্পনাকেও হার মানায়। রাজস্থানের কোটপুতলির ছাম্পালাওয়ালা ভৈরুজী মন্দিরের ১৭তম বার্ষিক উৎসবে এমনই এক দৃশ্য ধরা পড়ল, যা দেখে হতবাক গোটা দেশ। যেখানে হাতা-খুন্তি দিয়ে প্রসাদ নাড়াচাড়া করা অসম্ভব, সেখানে ঘি-চিনি মেশাতে নামানো হয়েছে আস্ত জেসিবি (JCB) মেশিন!
রেকর্ড ভাঙা ‘মহা-চুরমা’ গত বছর ৫৫১ কুইন্টাল চুরমা প্রসাদ তৈরি করে রেকর্ড গড়েছিল এই মন্দির। কিন্তু এবারের আয়োজন আরও রাজকীয়। তৈরি করা হচ্ছে ৬৫১ কুইন্টাল চুরমা। এই বিপুল পরিমাণ প্রসাদ তৈরি করতে কী কী লেগেছে দেখুন:
-
১৫০ কুইন্টাল আটা ও ১০০ কুইন্টাল সুজি।
-
১৩০ কুইন্টাল চিনি ও ৩৫ কুইন্টাল খাঁটি দেশি ঘি।
-
বিপুল পরিমাণ মাওয়া, ড্রাই ফ্রুটস এবং দুধ।
চুরমা মাখছে জেসিবি, ভিডিও ভাইরাল! প্রথাগত পদ্ধতিতে এত বড় যজ্ঞ সামলানো অসম্ভব বলেই গ্রামবাসীরা প্রয়োগ করেছেন ‘দেশি বুদ্ধি’। প্রসাদের মিশ্রণ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে জেসিবি মেশিনের পাঞ্জা, থ্রেশার মেশিন এবং ট্রাক্টর-ট্রলি। সোশ্যাল মিডিয়ায় জেসিবি দিয়ে ঘি মেশানোর এই ভিডিওটি এখন টক অফ দ্য টাউন। নেটিজেনরা একে বলছেন ‘রাজস্থানি ইঞ্জিনিয়ারিং’!
২৫ হাজার কলস ও আকাশ থেকে পুষ্পবৃষ্টি শুক্রবার (৩০ জানুয়ারি) মূল উৎসব উপলক্ষে ২.৫ লক্ষ ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। আয়োজনের কিছু বিশেষ দিক:
-
বিশাল শোভাযাত্রা: ৩ কিমি দীর্ঘ রাস্তা জুড়ে ২৫ হাজার মহিলা মাথায় কলস নিয়ে পদযাত্রা করবেন।
-
পুষ্পবৃষ্টি: মন্দিরের স্থায়ী হেলিপ্যাড থেকে হেলিকপ্টারের মাধ্যমে ভক্তদের ওপর ফুল ছড়ানো হবে।
-
বিশাল বাহিনী: ভিড় সামলাতে ৮,৫০০ জন ভলান্টিয়ার এবং ৫,০০০ স্কুল পড়ুয়া মোতায়েন করা হয়েছে।
আরাবল্লী পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দিরের পুরো ব্যবস্থাপনা সামলাচ্ছেন কল্যাণপুরা কুহাড়া গ্রামের বাসিন্দারা। খাবার পরিবেশনের জন্য ৪ লক্ষ কাপ এবং ২.৫ লক্ষ শালপাতার থালা আনা হয়েছে। রাজস্থানের এই ‘অজব-গজব’ প্রসাদ নিয়ে এখন সারা দেশে চর্চা তুঙ্গে।