অজিত পওয়ারের মৃত্যুতেও থামছে না লড়াই! ৭০০০০ কোটির কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে তোপ সঞ্জয় রাউতের

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মহাপ্রয়াণে শোকাতুর গোটা রাজ্য। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্মানের সাথে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কিন্তু এই শোকের আবহের মধ্যেই বিজেপিকে বেনজির আক্রমণ শানালেন শিবসেনা (UBT) নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি, সংবাদপত্রে বড় বড় বিজ্ঞাপন দিয়ে শোক প্রকাশ নয়, বরং অজিত পওয়ারের ওপর থেকে দুর্নীতির অভিযোগ সরালেই তাঁকে ‘প্রকৃত শ্রদ্ধা’ জানানো হবে।
সঞ্জয় রাউতের বিস্ফোরক দাবি এদিন একটি টুইটে সঞ্জয় রাউত লেখেন, “বিজেপি বড় বড় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে অজিত পওয়ারকে শ্রদ্ধা জানাচ্ছে। কিন্তু যদি তারা সত্যিই তাঁকে সম্মান দিতে চায়, তবে প্রধানমন্ত্রী মোদী এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে আগে সেই ৭০,০০০ কোটি টাকার সেচ কেলেঙ্কারির অভিযোগ প্রত্যাহার করতে হবে, যা তাঁরা একসময় পওয়ারের বিরুদ্ধে তুলেছিলেন।”
রাউতের মতে, বিজেপি একসময় যাঁর বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছিল, আজ তাঁর মৃত্যুর পর বিজ্ঞাপন দেওয়াটা নিছকই ‘লোকদেখানো’। এই কলঙ্ক মুছে দেওয়াই হবে তাঁর স্মৃতির প্রতি আসল সম্মান।
কী ঘটেছিল বুধবার সকালে? গত ২৮ জানুয়ারি ভোরে বারামতি বিমানবন্দরের কাছে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অজিত পওয়ার। মুম্বই থেকে ওড়ার মাত্র ৩৫ মিনিটের মাথায় তাঁর ব্যক্তিগত বিমানটি (Bombardier Learjet 45XR) ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় পওয়ারের সাথে থাকা তাঁর নিরাপত্তা আধিকারিক, অ্যাটেনডেন্ট এবং দুই পাইলটসহ মোট পাঁচজনের মৃত্যু হয়।
রাজনৈতিক প্রেক্ষাপট: অজিত পওয়ারের এনসিপি বর্তমানে মহারাষ্ট্রে বিজেপির সাথে জোট সরকারে ছিল। তবে অতীতে এনসিপি-তে থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব। এখন সেই পুরনো ‘অস্ত্র’ দিয়েই শোকের দিনে বিজেপিকে বিঁধলেন উদ্ধব শিবিরের বিশ্বস্ত সেনাপতি সঞ্জয় রাউত।