সিঙ্গুরে তুলকালাম! মমতার সভায় কেন পড়ুয়ারা? প্রধান শিক্ষকের ইস্তফা চেয়ে ধুন্ধুমার বিক্ষোভ

সিঙ্গুর: হুগলির সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবার চরম আকার নিল। স্কুল চলাকালীন পড়ুয়াদের জোর করে রাজনৈতিক জনসভায় নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। নালিকুল বাণী মন্দির স্কুলের প্রধান শিক্ষকের ইস্তফার দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দফায় দফায় বিক্ষোভ এবং ইঁটবৃষ্টির ঘটনাও ঘটে।

ঘটনার সূত্রপাত: গতকাল সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা ছিল। অভিযোগ, সেই সভায় ভিড় বাড়াতে নালিকুল বাণী মন্দির স্কুলের পড়ুয়াদের স্কুল ইউনিফর্মেই নিয়ে যাওয়া হয়। অভিভাবকদের দাবি, পড়াশোনা বন্ধ রেখে নাবালক পড়ুয়াদের কেন এবং কার অনুমতিতে রাজনৈতিক কর্মসূচিতে শামিল করা হলো? এই প্রশ্ন তুলেই গতকাল থেকে ক্ষোভ জমতে শুরু করেছিল।

উত্তাল শিক্ষা ভবন: আজ সকালে ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে হুগলি শিক্ষা ভবনের সামনে জড়ো হন কয়েকশো অভিভাবক। তাঁদের অভিযোগ, শিক্ষার পবিত্র আঙিনায় রাজনীতির প্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে উত্তেজনা আরও বাড়ে। এক পর্যায়ে উত্তেজিত জনতা ইঁট ছুড়তে শুরু করলে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।

অভিভাবকদের দাবি: বিক্ষোভকারী এক অভিভাবকের কথায়, “আমরা সন্তানদের স্কুলে পাঠাই পড়াশোনা করতে, কোনো দলের ঝাণ্ডা ধরতে নয়। প্রধান শিক্ষক নিজের স্বার্থে বাচ্চাদের ব্যবহার করেছেন। ওঁর অবিলম্বে পদত্যাগ চাই।” শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Editor001
  • Editor001