“গ্যাস থেকে সিগারেটের দাম যাবে বদলে”-১ ফেব্রুয়ারি থেকে জনগণের পকেটে বড় প্রভাব

জানুয়ারি শেষ হতে আর মাত্র ৪৮ ঘণ্টা। ঘনিয়ে আসছে ১ ফেব্রুয়ারি, ২০২৬। একদিকে মোদী সরকারের মেগা বাজেট, অন্যদিকে মাসের শুরু— সব মিলিয়ে একগুচ্ছ বড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছে ভারত। যার সরাসরি প্রভাব পড়বে আপনার মানিব্যাগে। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ফাস্ট্যাগের নিয়ম, ঠিক কী কী বদলাচ্ছে ১ তারিখ থেকে? দেখে নিন একনজরে।
১. এলপিজি (LPG) সিলিন্ডারের দামে কি চমক?
প্রতি মাসের ১ তারিখেই তেল সংস্থাগুলি এলপিজি-র নতুন দাম ঘোষণা করে। এবারের বিশেষত্ব হলো ওই দিনই বাজেট। সাধারণ মধ্যবিত্তের প্রত্যাশা, ভোট ও অর্থনীতির সমীকরণে এবার হয়তো কমতে পারে গৃহস্থের রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাসের দাম কমলে স্বস্তি পাবেন ব্যবসায়ীরাও।
২. বাড়তে পারে পানমশলা ও সিগারেটের দাম
তামাকজাত দ্রব্যের আসক্তদের জন্য দুঃসংবাদ! কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে পানমশলা এবং তামাকের ওপর জিএসটি (GST) বৃদ্ধি পেতে পারে। এছাড়া স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অতিরিক্ত সেস চাপানোর ফলে সিগারেট ও পানমশলার দাম একধাক্কায় অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
৩. ফাস্ট্যাগ (FASTag) নিয়ে বড় স্বস্তি
হাইওয়েতে যাতায়াতকারীদের জন্য সুখবর। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) গাড়ি, জিপ ও ভ্যানের ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি (KYC) ভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধ করতে চলেছে। এতে সাধারণ চালকদের হয়রানি কমবে এবং টোল প্লাজায় যাতায়াত আরও মসৃণ হবে।
৪. সিএনজি (CNG) ও বিমানের ভাড়ায় প্রভাব
১ তারিখ সিএনজি এবং পিএনজি-র দামেও রদবদল হতে পারে। পাশাপাশি বিমান জ্বালানি বা এটিএফ-এর (ATF) দাম সংশোধিত হবে। যদি এটিএফ-এর দাম কমে, তবে আগামী দিনে বিমান ভাড়া কমার সুযোগ থাকবে।
৫. ব্যাঙ্কের ছুটির তালিকা
নতুন মাস শুরুর আগেই দেখে নিন আপনার রাজ্যে কতদিন ব্যাঙ্ক বন্ধ। ফেব্রুয়ারি ছোট মাস হলেও বেশ কিছু আঞ্চলিক ও জাতীয় ছুটি রয়েছে। তাই অকারণে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসার চেয়ে ১ তারিখেই ছুটির তালিকা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
এক নজরে ১ ফেব্রুয়ারির ‘হিটলিস্ট’
| ক্ষেত্র | সম্ভাব্য পরিবর্তন | প্রভাব |
| রান্নার গ্যাস | দাম সংশোধন | মধ্যবিত্তের সঞ্চয় |
| পানমশলা/তামাক | জিএসটি বৃদ্ধি | খরচ বাড়বে |
| ফাস্ট্যাগ | কেওয়াইসি শিথিল | সহজ যাতায়াত |
| এটিএফ (ATF) | দাম পরিবর্তন | বিমান ভাড়ায় বদল |