হারের পরেও কেন খুশি সূর্যকুমার? নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর বিস্ফোরক মন্তব্য ভারত অধিনায়কের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৫০ রানে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। ২১৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৬৫ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। কিন্তু হারের যন্ত্রণার চেয়েও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি সিদ্ধান্ত। কেন মাত্র ৬ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামল ভারত? ম্যাচ শেষে সেই রহস্য নিজেই ফাঁস করলেন ‘স্কাই’।

সূর্যকুমার জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চেয়েছিলেন তিনি। ইশান কিষাণ চোটের কারণে ছিটকে যাওয়ায় কোনো অতিরিক্ত ব্যাটসম্যানের পরিবর্তে দলে নেওয়া হয় বোলার অর্শদীপ সিংকে। সূর্যের কথায়, “আমরা জেনেশুনে ৬ ব্যাটার নিয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম। ৫ জন বোলার রেখে নিজেদের ব্যাটিং গভীরতা পরখ করাই ছিল আমাদের চ্যালেঞ্জ।”

এদিন শিবম দুবে ২৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেললেও বাকিদের ব্যর্থতায় ভারত হার এড়াতে পারেনি। সূর্যকুমার মনে করেন, মাঝপথে আরও একটি ভালো পার্টনারশিপ হলেই ম্যাচের ফলাফল বদলে যেতে পারত। শিশিরের উপস্থিতিতে রান তাড়া করা সহজ হলেও ভারতের টপ অর্ডার দ্রুত ধসে পড়ায় চাপ বাড়ে। অধিনায়কের মতে, ১৮০-২০০ রান তাড়া করার সময় দ্রুত উইকেট পড়লে দলের লোয়ার অর্ডার কতটা সামলাতে পারে, তা দেখা জরুরি ছিল। হারলেও খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় খুশি অধিনায়ক।