আকাশ ছোঁয়ার স্বপ্ন! ৪ দেশের সঙ্গে মন্ত্রীর মেগা বৈঠক, বদলে যাচ্ছে এয়ার ইন্ডিয়া—আসছে একের পর এক ড্রিমলাইনার

হায়দ্রাবাদের বেগমপেট বিমানবন্দরে আয়োজিত ‘উইংস ইন্ডিয়া ২০২৬’ (Wings India 2026) সম্মেলনে ভারতীয় বিমান চলাচল ক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা হলো। একদিকে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু চারটি শক্তিধর রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন, অন্যদিকে এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে ২০২৬ সাল হতে চলেছে তাদের ‘পরিবর্তনের বছর’।
৪ দেশের সঙ্গে মোদী সরকারের বৈঠক: কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু বৃহস্পতিবার রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন কেবল বড় বাজার নয়, বরং বিশ্বব্যাপী একটি শক্তিশালী ‘এভিয়েশন ইকোসিস্টেম’ হিসেবে আত্মপ্রকাশ করছে। উৎপাদন, দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই সম্মেলনে।
এয়ার ইন্ডিয়ার ভোলবদল: এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, চলতি বছর থেকেই সংস্থার বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ‘বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার’ (Boeing 787-9 Dreamliner)। বছরের শেষ নাগাদ আরও দুটি বিশাল ‘A350 1000’ বিমান যুক্ত হবে। এর ফলে ইউরোপ, অস্ট্রেলিয়া এবং পূর্ব এশিয়ার দূরপাল্লার রুটে যাত্রীরা বিশ্বমানের বিজনেস ক্লাস কেবিন ও উন্নত পরিষেবার স্বাদ পাবেন। ২০২৭-২৮ সালের মধ্যে এয়ার ইন্ডিয়ার দীর্ঘপাল্লার বিমান বহর সম্পূর্ণ ভোলবদল করবে বলে দাবি করেছেন সিইও।
৩১শে জানুয়ারি পর্যন্ত চলা এই এশিয়ার বৃহত্তম বিমান চলাচল সম্মেলনে ২০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে, যা বিশ্ববাজারে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতীক।