গম্ভীর কি বিদায় নিচ্ছেন? কিউয়িদের কাছে হারতেই কোচের ভবিষ্যৎ নিয়ে বোমা ফাটাল বিসিসিআই!

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারতেই উত্তাল ভারতীয় ক্রিকেট মহল। পরাজয়ের গ্লানি গায়ে মেখে এখন খলনায়কের কাঠগড়ায় দাঁড়িয়ে কোচ গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের একাংশ—সবাই গম্ভীরের স্ট্র্যাটেজি ও কোচিং নিয়ে প্রশ্ন তুলে তাঁকে সরিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছেন। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে গম্ভীরের পাশে দাঁড়িয়ে জল্পনা উড়িয়ে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

সাইকিয়ার কড়া জবাব: একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব স্পষ্ট জানান, গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তিনি বলেন, “ভারত ১৪০ কোটি মানুষের দেশ, এখানে সবাই ক্রিকেট বিশেষজ্ঞ। সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় যে কেউ মতামত দিতে পারেন, তা আটকানোর ক্ষমতা আমাদের নেই। কিন্তু বিসিসিআই-এর নিজস্ব ক্রিকেট কমিটি ও নির্বাচক মণ্ডলী আছে। দলের ভালো-মন্দের সিদ্ধান্ত নেওয়ার জন্য যোগ্য লোকেরাই সেখানে রয়েছেন। বিরোধীদের মতামত থাকবেই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডই।”

গম্ভীরের ওপর ঝুলে থাকা খাঁড়া: গম্ভীরের কোচিংয়ে লাল বলের ক্রিকেটে ভারতের ভরাডুবি হয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হার টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে বড়সড় দাগ ফেলেছে। সাদা বলের ক্রিকেটে ভারত ধারাবাহিকতা বজায় রাখলেও, কিউয়িদের কাছে ওয়ানডে সিরিজ হার সেই ক্ষত আবার চাগিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি বিস্ফোরক দাবি করে বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারলে গম্ভীরের ওপর বড় ও কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত বোর্ডের। ব্যর্থ হলে তাঁকে সরিয়ে দেওয়াই যুক্তিযুক্ত।”

বর্তমানে সাদা বলের সাফল্য গম্ভীরের রক্ষা কবচ হয়ে থাকলেও, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই যে তাঁর শেষ অগ্নিপরীক্ষা হতে চলেছে, তা ক্রিকেট বিশেষজ্ঞদের মতে একপ্রকার নিশ্চিত।