তামিলনাড়ু কি ভাঙছে জোট? রাহুল-কানিমাঝি বৈঠকে মিলল না সমাধান, বড় বিপাকে ইন্ডিয়া ব্লক

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের রণভাণ্ড বাজতে শুরু করলেও জোটের সমীকরণ নিয়ে ধোঁয়াশা কাটছেই না। বুধবার দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ডিএমকে সাংসদ কনিমাঝির মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক চললেও, আসন রফা বা জোটের ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই দশকের পুরনো এই জোটে এখন বড় ফাটল হিসেবে দেখা দিয়েছে ‘ক্ষমতার অংশীদারিত্ব’।

সরকারে ভাগ চাইছে কংগ্রেস: সূত্রের খবর, তামিলনাড়ু কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এবার ঝাড়খণ্ড মডেলের আদলে ডিএমকে সরকারের অংশীদার হতে চাইছে। বিগত দুই দশক ধরে কংগ্রেস বাইরে থেকে সমর্থন দিলেও এবার তারা সরাসরি মন্ত্রিসভায় জায়গা দাবি করছে। আর এই দাবিতেই বেঁকে বসেছে স্ট্যালিনের দল। রাহুল গান্ধী কনিমাঝিকে জানিয়েছেন যে, আসন ভাগাভাগির বিষয়ে কংগ্রেস সভাপতির গড়া বিশেষ কমিটির সাথেই চূড়ান্ত আলোচনা করতে হবে।

অপেক্ষার প্রহর গুনছে এআইসিসি: তামিলনাড়ুর কংগ্রেস ইনচার্জ গিরীশ চোডঙ্কর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বিরোধী শিবির যেখানে অত্যন্ত আগ্রাসীভাবে প্রচার চালাচ্ছে, সেখানে ডিএমকে-র পক্ষ থেকে এখনও আসন রফা নিয়ে কোনো সদর্থক সাড়া মেলেনি। নভেম্বর মাসেই কংগ্রেস তাদের জোট কমিটি গঠন করলেও ১৫ই ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। এই দীর্ঘসূত্রতা ভোটের আগে কর্মীদের মনোবল ভাঙতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০২১ সালের নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে ১৩৩টি এবং কংগ্রেস ১৮টি আসনে জয়লাভ করেছিল। চলতি বছরের প্রথমার্ধেই ভোট হওয়ার কথা, কিন্তু থালাপথি বিজয়ের নতুন দলের এন্ট্রি এবং ডিএমকে-কংগ্রেসের এই ঠান্ডা লড়াই দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে।