এআই-এর মরণ কামড়! একধাক্কায় ১৬ হাজার কর্মী ছাঁটাই করল অ্যামাজন, আপনার চাকরি কি সুরক্ষিত?

প্রযুক্তি দুনিয়ায় এবার আক্ষরিক অর্থেই আছড়ে পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) অভিশাপ। জল্পনা আগেই ছিল, তবে বুধবার তাতে সিলমোহর দিয়ে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন (Amazon) একযোগে ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। সংস্থার স্পষ্ট বার্তা, মানুষের বিকল্প হিসেবে এখন থেকে অনেক ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হবে।

কেন এই গণছাঁটাই? অ্যামাজনের জারি করা বিবৃতি অনুযায়ী, সংস্থার অভ্যন্তরীণ স্তরে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে এবং কাজের গতি বাড়াতে বিভিন্ন স্তর বাদ দেওয়া হচ্ছে। গত অক্টোবর মাসেই অ্যামাজন জানিয়েছিল যে তারা সংস্থায় ‘বস’ কালচার কমিয়ে সরাসরি কাজের পরিবেশ তৈরি করতে চায়। সেই রদবদলের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বিশাল সংখ্যক কর্মীকে বিদায় জানানো হচ্ছে। এর আগে প্রথম দফায় প্রায় ১৪ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছিল, এবার দ্বিতীয় দফায় আরও ১৬ হাজার কর্মীকে ছেঁটে ফেলল সংস্থা।

কী হবে ছাঁটাই হওয়া কর্মীদের? যে ১৬ হাজার কর্মী চাকরি হারাচ্ছেন, তাঁদের জন্য কিছুটা মানবিক মুখ দেখিয়েছে অ্যামাজন। সংস্থা জানিয়েছে:

ছাঁটাই হওয়া কর্মীরা আগামী ৯০ দিন সময় পাবেন সংস্থার অভ্যন্তরেই অন্য কোনও উপযুক্ত বিভাগ খুঁজে নেওয়ার জন্য।

তাঁদের আর্থিক সুরক্ষায় দেওয়া হবে ‘সেভারেন্স পে’ (Severance Pay)।

মিলবে নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধাও।

তবে একদিকে যখন ১৬ হাজার কর্মীকে এআই-এর কারণে ছাঁটাই করা হচ্ছে, অন্যদিকে সংস্থা নতুন কিছু ক্ষেত্রে কর্মী নিয়োগের ইঙ্গিতও দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে টেক কোম্পানিগুলোতে মানুষের জায়গা যেভাবে এআই দখল করছে, তাতে এই ছাঁটাইয়ের মিছিল আরও দীর্ঘ হতে পারে।