SBI-তে চাকরির মহোত্সব! ২,২৭৩ শূন্যপদে শুরু নিয়োগ, জানুন কীভাবে ঘরে বসেই করবেন আবেদন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দেশের ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক অভিজ্ঞ তরুণদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে। ২০২৬ সালের ‘সার্কেল ভিত্তিক অফিসার’ (CBO) নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ২,২৭৩টি শূন্যপদ পূরণ করা হবে, যার মধ্যে ২,০৫০টি নিয়মিত এবং ২২৩টি ব্যাকলগ পদ রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ: ২৯ জানুয়ারি ২০২৬ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। আগামী মার্চ মাসে এই পদের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে এবং সম্ভবত ওই মাসেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন যোগ্যতা ও বয়স: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সিএ কিংবা কস্ট অ্যাকাউন্টিং ডিগ্রিধারীরাও যোগ্য। তবে আবেদনকারীর কোনো শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক বা গ্রামীণ ব্যাঙ্কে অফিসার হিসেবে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতি ও বেতন: নির্বাচন প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে: অনলাইন পরীক্ষা (অবজেক্টিভ ও বর্ণনামূলক), ডকুমেন্ট স্ক্রিনিং, ইন্টারভিউ এবং স্থানীয় ভাষা পরীক্ষা। সফল প্রার্থীরা মাসিক ৪৮,৪৮০ টাকা মূল বেতনের পাশাপাশি ডিএ, এইচআরএ এবং অন্যান্য চিকিৎসা সুবিধা পাবেন। সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা হলেও সংরক্ষিত শ্রেণির জন্য আবেদন নিখরচায়। আবেদন করতে সরাসরি ক্লিক করুন: sbi.co.in/careers পোর্টালে।