পিঠের ওপর জলহস্তীর মরণকামড়, পালটা লাথি মেরে যা করল হাতি! হাড়হিম করা ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় বন্যপ্রাণের হাজারো ভিডিও ঘুরে বেড়ায়, কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি দৃশ্য নেটিজেনদের চক্ষু চড়কগাছ করে দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বিশাল হাতি অত্যন্ত নির্ভীকভাবে একটি পুকুরে দাঁড়িয়ে আছে যা থিকথিক করছে জলহস্তীতে। সাধারণত বন্য জলহস্তীরা অত্যন্ত আক্রমণাত্মক এবং নিজেদের এলাকায় অন্য প্রাণীর উপস্থিতি সহ্য করে না, কিন্তু এই হাতিটির সাহস ও শান্ত ভাব দেখে মনে হচ্ছে সে যেন এই জগতের সম্রাট।

পেছন থেকে আক্রমণ ও হাতির রাজকীয় জবাব: ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, হাতিটি যখন পুকুরের মাঝখানে দাঁড়িয়ে শান্তভাবে সময় কাটাচ্ছিল, ঠিক তখনই একটি জলহস্তী তাকে পেছন থেকে কামড়ে দেওয়ার চেষ্টা করে। সাধারণ কোনো প্রাণী হলে ভয়ে দৌড়ে পালাত, কিন্তু গজরাজ এখানে অন্য ধাতুতে গড়া। হাতিটি বিরক্ত হওয়া তো দূর, উল্টে দেখার প্রয়োজনও মনে করেনি। সে কেবল আলতো করে পেছন দিকে একটি লাথি চালায়, আর তাতেই জলহস্তীটি আতঙ্কে সেখান থেকে চম্পট দেয়। কিছুক্ষণ পর হাতিটি অত্যন্ত রাজকীয় মেজাজে জলহস্তীর পালকে থমকে দিয়ে পুকুর থেকে ডাঙায় উঠে আসে।

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল: এক্স (টুইটার) হ্যান্ডেলে @Axaxia88 নামক জনৈক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন। মাত্র ১ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, হাতিটি এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তাকে কামড়ানোর চেষ্টা করা শত্রুটির দিকে ফিরে তাকানোরও প্রয়োজন মনে করেনি।

নেটিজেনদের প্রতিক্রিয়া: ভিডিওটি দেখে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “হাতি জানত যে জলহস্তীটি স্রেফ বিরক্ত করছে, সে কোনো বড় হুমকি নয়।” আবার অন্য একজন লিখেছেন, “জলের ভেতর জলহস্তী অনেক শক্তিশালী হলেও, হাতিকে তারা সমীহ করে চলে।” এই ভিডিওটি আবারও প্রমাণ করল যে জঙ্গলে শারীরিক শক্তির চেয়েও সাহসের দাম অনেক বেশি।