দিল্লি যাওয়ার প্ল্যান আছে? আজ ৭ ঘণ্টা বন্ধ এই সব রাস্তা, চরম ভোগান্তি এড়াতে দেখুন ট্রাফিক আপডেট!

প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি ঘোষণা করতে আজ দিল্লির বিজয় চকে আয়োজিত হতে চলেছে রাজকীয় ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান। রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবন—আলোর রোশনাই আর সুরের মূর্ছনায় সেজে উঠবে রাজধানী। তবে এই মেগা ইভেন্টের জেরে সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য কড়া ট্রাফিক অ্যাডভাইজরি জারি করেছে দিল্লি পুলিশ।
আজ ২৯শে জানুয়ারি, বৃহস্পতিবার দুপুর ২টো থেকে রাত ৯:৩০ মিনিট পর্যন্ত দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ বা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে এবং অনুষ্ঠানের মসৃণ পরিচালনার জন্য বিজয় চক ও সংলগ্ন এলাকায় সাধারণ যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
কোন কোন রাস্তা বন্ধ থাকবে? পুলিশের নির্দেশিকা অনুযায়ী, সুনেহরি মসজিদ গোলচত্বর এবং কৃষি ভবন গোলচত্বরের মধ্যবর্তী রাফি মার্গে কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। এছাড়া রাইসিনা রোড, দারা শিকোহ রোড এবং কৃষ্ণ মেনন মার্গ থেকে বিজয় চকের দিকে যাওয়ার রাস্তাগুলিও বন্ধ থাকবে। কর্তব্য পথ (সাবেক রাজপথ) বিজয় চক থেকে সি-হেক্সাগন পর্যন্ত সাধারণের জন্য পুরোপুরি বন্ধ রাখা হবে।
বিকল্প রুট কী কী? গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে রিং রোড, বন্দে মাতরম মার্গ, অরবিন্দ মার্গ, সফদরজং রোড এবং মিন্টো রোডের মতো বিকল্প রাস্তাগুলি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দুপুর ২টোর পর থেকে ডিটিসি এবং অন্যান্য সিটি বাসগুলিকেও নির্দিষ্ট রুট থেকে সরিয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। বিটিং রিট্রিট উপলক্ষ্যে এই কড়াকড়ি থাকছে রাত সাড়ে ৯টা পর্যন্ত। তাই আজ বিকেলে বা সন্ধ্যায় দিল্লির কেন্দ্রস্থলে যাতায়াতের পরিকল্পনা থাকলে অবশ্যই ট্রাফিক আপডেট দেখে বেরোনো বুদ্ধিমানের কাজ হবে।