সাতসকালে কলকাতায় সিবিআই হানা! ১০০০ কোটির ব্যাঙ্ক জালিয়াতিতে তোলপাড় শহর!

শহর কলকাতায় সাতসকালে বড়সড় সিবিআই (CBI) হানা। এবার নিশানায় প্রায় এক হাজার কোটি টাকার বিশাল ব্যাঙ্ক জালিয়াতির মামলা। বৃহস্পতিবার সকালে কলকাতার একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতেই এই মেগা অভিযান বলে জানা গিয়েছে।

সুনীল কানোরিয়ার ডেরায় হানা: তদন্তকারীদের মূল লক্ষ্য ছিল একটি নামী বেসরকারি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া। এদিন সকালে সিবিআইয়ের একটি দল সটান পৌঁছে যায় তাঁর আলিপুরের বিলাসবহুল বাসভবনে। পাশাপাশি, শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর সংস্থার একাধিক অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর, ১০০০ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে।

কী এই অভিযোগ? সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছিল। কিন্তু ঋণের টাকা যে উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, সেখানে ব্যবহার না করে অন্য কাজে ডাইভার্ট করা হয়েছে। দীর্ঘ সময় ধরে ঋণের কিস্তি পরিশোধ না করা এবং ভুয়ো নথি পেশ করার অভিযোগে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সিবিআই-এর দ্বারস্থ হয়। সেই অভিযোগ খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান।

তদন্তে গতি: অভিযান চলাকালীন আধিকারিকরা কানোরিয়া পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন এবং আলিপুরের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র ও ডিজিটাল গ্যাজেট বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছেন। সাতসকালে আলিপুরের মতো হাই-প্রোফাইল এলাকায় সিবিআই হানাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের অনুমান, এই বিপুল পরিমাণ টাকার লেনদেনের নেপথ্যে কোনো বড় চক্র বা প্রভাবশালী যোগসূত্র থাকলেও থাকতে পারে। উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সংস্থা।