বাংলায় এসে ‘হিন্দু বিপন্ন’ কার্ড বিজেপির! দুর্গাপুজোয় বাধার অভিযোগে মমতাকে তোপ নিতিন নবীনের

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ চড়াতে এবার ময়দানে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বুধবার দুর্গাপুরের এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। তাঁর দাবি, বাংলায় হিন্দুদের অস্তিত্ব আজ সংকটের মুখে এবং সনাতন ধর্ম রক্ষা করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
মঞ্চ থেকে সুর চড়িয়ে নিতিন নবীন বলেন, “বাংলা থেকেই শক্তির আরাধনা তথা দুর্গাপুজোর বার্তা সারা দেশে পৌঁছয়। কিন্তু এই সরকার সেই মায়ের পুজো রুখতে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে।” তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে নামাজ পড়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয় না, কিন্তু হিন্দুদের উৎসব পালনের সময় নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়। বিজেপি সভাপতির সাফ কথা, “কোনও হিন্দু এই বৈষম্য বরদাস্ত করবে না। আমাদের পরম্পরা রক্ষায় আমরা যে কোনও আত্মত্যাগ করতে প্রস্তুত।”
শুধু ধর্মীয় ইস্যু নয়, এদিন রাজ্যের ডেমোগ্রাফি বা জনবিন্যাস নিয়েও সরব হন তিনি। তাঁর দাবি, বাংলায় পরিকল্পিতভাবে ভৌগোলিক অবস্থান বদলানোর চেষ্টা চলছে। সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনেও তিনি আক্রমণ শানান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মেরুকরণ এবং অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেই যে বিজেপি এগোতে চাইছে, নিতিন নবীনের বক্তব্য তারই ইঙ্গিত।