চীন-আমেরিকাকে টেক্কা! গ্যালিয়াম নাইট্রাইড চিপ বানিয়ে বিশ্বের সেরা ৬ দেশের তালিকায় ভারত

ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে এক ঐতিহাসিক বিপ্লব ঘটে গেল। বিদেশ থেকে চিপ আমদানির দিন ফুরিয়ে এবার ‘আত্মনির্ভর’ হওয়ার পথে এক বিশাল পদক্ষেপ নিল ডিআরডিও (DRDO)। দিল্লির সলিড স্টেট ফিজিক্স ল্যাবরেটরি এবং হায়দরাবাদের গ্যালিয়াম আর্সেনাইড এনাবলিং টেকনোলজি সেন্টার যৌথভাবে তৈরি করে ফেলল অত্যাধুনিক গ্যালিয়াম নাইট্রাইড (GaN) ভিত্তিক মনোলথিক মাইক্রোওয়েভ ইন্টিগ্রেটেড সার্কিট বা MMIC। এই সাফল্যের ফলে আমেরিকা, চীনের মতো বিশ্বের মাত্র ৬টি দেশের শক্তিশালী ক্লাবে প্রবেশ করল ভারত।
কেন এই চিপ এত বিশেষ? সাধারণ সিলিকন চিপের তুলনায় গ্যালিয়াম নাইট্রাইড চিপ অনেক বেশি শক্তিশালী এবং টেকসই। এটি প্রচণ্ড উচ্চ তাপমাত্রা ও হাই ভোল্টেজ সহ্য করতে পারে। মাত্র ১০.৫ বর্গ মিলিমিটারের এই একরত্তি চিপ ৩০ ওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম এবং সাধারণ চিপের চেয়ে এটি ৩০০ গুণ বেশি দ্রুত কাজ করে। এর ফলে ভারতের ড্রোন, ক্ষেপণাস্ত্র, আধুনিক রাডার এবং যুদ্ধবিমানগুলির কার্যক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে।
দীর্ঘদিন ধরেই আধুনিক চিপ বা সেমিকন্ডাক্টর প্রযুক্তির জন্য ভারতকে অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। অনেক সময় প্রযুক্তি হস্তান্তরে অনীহা প্রকাশ করত উন্নত দেশগুলি। সেই ‘প্রযুক্তিগত অবরোধ’ ভাঙতেই ডিআরডিও-র বিজ্ঞানীরা কয়েক বছর ধরে দিনরাত এক করে এই গবেষণা চালিয়েছেন। এই সাফল্য শুধু প্রতিরক্ষায় নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোয়ান্টাম প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রেও ভারতকে বিশ্বের সামনে নেতৃত্বের আসনে বসিয়ে দিল।