টাটা গিয়েছে তো কী? সিঙ্গুরে অ্যামাজন-ফ্লিপকার্টের মেগা হাব! হাজার হাজার চাকরির ঘোষণা মমতার

সিঙ্গুরের মাটি থেকেই একদা রাজনৈতিক পটপরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই পুণ্যভূমিতে দাঁড়িয়েই আগামীর শিল্প-বিপ্লবের নীল নকশা পেশ করলেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, সিঙ্গুরে কৃষি ও শিল্প চলবে সমান্তরালভাবে। যারা কুৎসা করেন, তাদের কড়া জবাব দিয়ে তিনি বলেন, “এখানে এসে একটা ইটও পোঁতেননি আপনারা, শুধু কুৎসা করেছেন।”

এদিন সিঙ্গুরে কর্মসংস্থানের একগুচ্ছ আশার কথা শোনান মুখ্যমন্ত্রী। তিনি জানান, নাজিরাবাদে ৮ একর জমির ওপর ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে ‘সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক’। এই পার্কের ২৮টি প্লটের মধ্যে ইতিমত্যেই ২৫টি বরাদ্দ হয়ে গিয়েছে। এর ফলে স্থানীয় এলাকায় বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এখানেই শেষ নয়, সিঙ্গুরে ৭৭ একর জমির ওপর গড়ে উঠছে একটি বিশালাকার প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক। মুখ্যমন্ত্রী জানান, বিশ্বখ্যাত ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) এবং ফ্লিপকার্ট (Flipkart) এখানে তাদের বড় ওয়্যার হাউস বা গুদাম তৈরি করতে চলেছে। এই লজিস্টিক হাবগুলি চালু হলে সরাসরি এবং পরোক্ষভাবে হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। মমতার স্পষ্ট বার্তা, জোর করে কৃষিজমি দখল করে নয়, বরং কৃষিকে সুরক্ষিত রেখেই সিঙ্গুরকে আধুনিক শিল্পের কেন্দ্রে পরিণত করা হচ্ছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সিঙ্গুরবাসীর জন্য মুখ্যমন্ত্রীর এই বড় উপহার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।