রাত ১২টার আগে নামব না! কদম গাছের মগডালে লঙ্কাকাণ্ড যুবকের, অবশেষে মদের লোভে বাজিমাত দমকলের

নদিয়ার শান্তিপুরে মঙ্গলবার সাতসকালে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন এলাকাবাসী। উদয়পুর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রকাণ্ড কদম গাছের মগডালে চড়ে বসলেন এক যুবক। আর সেখান থেকেই তাঁর হুঙ্কার— “রাত ১২টার আগে নামব না!” সেই যুবককে গাছ থেকে নামাতে যে কসরত করতে হলো দমকলকে, তা দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের।

সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা দেখেন, কদম গাছের একেবারে মগডালে বসে চিৎকার করছেন এক যুবক। তাঁর হাতে পেরেক লাগানো একটি কাঠের টুকরো। নিচে নামার অনুরোধ করলেই তিনি ওপর থেকে লাঠি উঁচিয়ে তেড়ে আসছিলেন। খবর দেওয়া হয় শান্তিপুর দমকল কেন্দ্রে। কিন্তু দমকল কর্মীরা গাছে উঠতে গেলেই বিপত্তি! ওই যুবক পেরেক লাগানো লাঠি নিয়ে কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ার ভয় দেখান। উচ্চতা এবং যুবকের মারমুখী মেজাজের কারণে দমকল কর্মীরাও সরাসরি উপরে উঠতে সাহস পাচ্ছিলেন না।

দীর্ঘক্ষণ ধরে চলে ভোলানোর চেষ্টা। বিস্কুট, মিষ্টি বা খাবারের টোপ দিলেও টলেননি ওই যুবক। পরিস্থিতি যখন কার্যত নিয়ন্ত্রণের বাইরে, তখন দমকলের এক কর্মী উপস্থিত বুদ্ধি খাটিয়ে মজার ছলে বলে ওঠেন, “তুমি নিচে নেমে এসো, তোমাকে মদের বোতল দেব।” অবিশ্বাস্য হলেও সত্যি, এই এক কথাতেই কাজ হয় জাদুর মতো! মদের কথা শুনেই রাত ১২টার পণ ভুলে তড়তড় করে নিচে নেমে আসেন ওই যুবক।

নিচে নামার পর অবশ্য যুবকের মুখ থেকে খইয়ের মতো গালিগালাজ ছুটতে থাকে। তবে ততক্ষণে তাঁকে আয়ত্তে এনে ফেলেছে পুলিশ ও দমকল। দমকলের ওসি সুদর্শন চক্রবর্তী বলেন, “ছেলেটি সম্ভবত মানসিক ভারসাম্যহীন। ও যেখানে ছিল, সেখান থেকে জোর করে নামানো অসম্ভব ছিল। তাই নানা কথা বলে ভুলিয়ে নামাতে হয়েছে।” বর্তমানে ওই যুবক শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।