রাজীব কুমারের পর কে? ডিজি নিয়োগ নিয়ে তুঙ্গে সংঘাত, এবার খোদ UPSC-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা!

আগামী ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমার অবসর নিচ্ছেন। কিন্তু তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে প্রশাসনিক ও আইনি জটিলতা এখন হিমালয়প্রমাণ। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাটের (CAT) সময়সীমা পার হতে চললেও সমাধান অধরা। উল্টে এবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-র (UPSC) বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা ঠুকলেন সিনিয়র আইপিএস অফিসার রাজেশ কুমার।

ঘটনার সূত্রপাত ডিজি পদের প্যানেল গঠন নিয়ে। ক্যাটের নির্দেশ ছিল, রাজ্য সরকার ২৩ জানুয়ারির মধ্যে নামের তালিকা পাঠাবে এবং ২৮ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-কে বৈঠক সেরে ২৯ তারিখের মধ্যে চূড়ান্ত ৩ জনের নাম রাজ্যকে ফেরত পাঠাতে হবে। রাজ্য সরকার ২১ তারিখেই ৮ জন অফিসারের নাম পাঠিয়ে দিলেও ইউপিএসসি বৈঠক না করে উল্টে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। এই পদক্ষেপকেই আদালতের নির্দেশের অবমাননা বলে দাবি করেছেন রাজেশ কুমার।

মামলাকারী আইপিএস রাজেশ কুমারের অভিযোগ অত্যন্ত গুরুতর। গত নভেম্বরে তিনি ক্যাটে জানিয়েছিলেন যে, ইউপিএসসি-র একটি বৈঠকে তাঁর পাশাপাশি রাজীব কুমার ও রণবীর কুমারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। ইউপিএসসি যুক্তি দিয়েছিল যে তাঁদের চাকরির মেয়াদ কম। কিন্তু রাজেশ কুমারের পাল্টা দাবি, প্রাক্তন ডিজি মনোজ মালব্য যখন অবসর নেন, তখন তাঁদের হাতে পর্যাপ্ত সময় ছিল। কেন তখন তাঁদের নাম বিবেচনা করা হলো না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসরের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ইউপিএসসি-র এই আইনি লড়াই ও রাজেশ কুমারের পালটা মামলা রাজ্য পুলিশের শীর্ষ পদে নিয়োগকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এখন দেখার, ২৯ তারিখের ডেডলাইন শেষ হওয়ার আগে ইউপিএসসি কোনো তালিকা পাঠায় নাকি আদালতই ঠিক করে দেবে বাংলার পরবর্তী ডিজির ভাগ্য।