চাকরির খবর: মাধ্যমিক পাশেই সরকারি চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি ও বিস্তারিত

আপনি কি আয়কর বিভাগে (Income Tax Department) কাজ করার স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য এল এক সুবর্ণ সুযোগ। স্টেনোগ্রাফার গ্রেড-২, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে বড়সড় নিয়োগের ঘোষণা করেছে আয়কর বিভাগ। মোট ৯৭টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে দ্রুত আবেদন সেরে ফেলতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা ও পদ: আলাদা আলাদা পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন রাখা হয়েছে:

স্টেনোগ্রাফার গ্রেড-২: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ-মাধ্যমিক (১২তম) পাশ হতে হবে।

ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

এমটিএস (MTS): শুধুমাত্র মাধ্যমিক (১০ম) পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

বয়সসীমা ও বেতন:

বয়স: স্টেনোগ্রাফার ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এমটিএস পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন: স্টেনোগ্রাফার ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ২৫,৫০০ টাকা থেকে শুরু করে ৮১,১০০ টাকা পর্যন্ত হতে পারে। এমটিএস পদের ক্ষেত্রে বেতন মাসিক ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি ও শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে সকল বিভাগের প্রার্থীদের ২০০ টাকা জমা দিতে হবে। মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি। তাই সময় নষ্ট না করে এখনই নিজের আবেদনপত্রটি জমা দিন।

প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, আবেদনের আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়ার জন্য।