কাশ্মীরে তুষার-তাণ্ডব! ৫8টি উড়ান বাতিল, বরফের তলায় ঢাকা পড়ল জনজীবন ২. মৃত্যুফাঁদ উপত্যকা?

জম্মু-কাশ্মীরে প্রবল তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত সাধারণ জীবন। মঙ্গলবার রাত থেকে পরিস্থিতির অবনতি হওয়ায় শ্রীনগর বিমানবন্দর থেকে আসা-যাওয়ার সমস্ত ৫৮টি উড়ান বাতিল করা হয়েছে। ফলে কয়েকশো পর্যটক মাঝপথেই আটকে পড়েছেন। শুধু আকাশপথ নয়, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কাজিগুন্ড ও বানিহালের মাঝে পাহাড়প্রমাণ বরফ জমে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপত্যকা।
জম্মু-কাশ্মীর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (JKUTDMA) একযোগে ১১টি জেলায় তুষারধসের (Avalanche) সতর্কতা জারি করেছে। গান্দারবাল, অনন্তনাগ, বারামুলা, কুপওয়ারা এবং জম্মু অঞ্চলের দোডা ও কিশতওয়ারের মতো জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে সোনমার্গে একটি তুষারধসের খবর পাওয়া গেছে, তবে বরাতজোরে কোনো প্রাণহানি ঘটেনি। জরুরি পরিষেবা নিশ্চিত করতে পুলিশকর্মীরা জীবন বাজি রেখে কাজ করছেন। তুষারপাতের কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় অনেক জায়গায় অসুস্থ রোগীদের স্ট্রেচারে করে মাইলের পর মাইল বয়ে নিয়ে যেতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীকে। প্রশাসন সাধারণ মানুষের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।