সরকারি চাকরি! এয়ারপোর্টে একাধিক নিয়োগ, জেনেনিন আবেদন করার পদ্ধতি

চাকরির খোঁজ করছেন? তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। এবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (Kolkata Airport) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এক বছরের প্রশিক্ষণভিত্তিক বা অ্যাপ্রেন্টিস পদে এই নিয়োগ করা হবে। রাজ্যের যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও শূন্যপদ: এএআই-এর তরফে মূলত দুটি বিভাগে শিক্ষানবিশ নিয়োগ করা হবে: ১. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগ। ২. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগ। মোট ৬টি শূন্যপদে প্রশিক্ষণ দেওয়া হবে কলকাতা বিমানবন্দরেই।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট শাখায় চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন শাখায় ৩ বছরের ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।

য়স: ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বিঃদ্রঃ: এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন।

বেতন ও নির্বাচন পদ্ধতি: নির্বাচিত গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ১৫,০০০ টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক ১২,০০০ টাকা বৃত্তি (Stipend) দেওয়া হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মার্কসের ভিত্তিতে প্রাথমিক বাছাই করে পরে ইন্টারভিউ বা নথি যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৬-এর মধ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।