ইরানে লাশের মিছিল! সরকারের দমনের বলি ৬০০০ ছাড়াল, শিউরে উঠবে বিশ্ব

ইরানে সরকার-বিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের রক্তক্ষয়ী অভিযানে নিহতের সংখ্যা ৬,০০০ ছাড়িয়ে গিয়েছে। মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ (HRANA)-এর সাম্প্রতিক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য সামনে এসেছে। তাদের দাবি অনুযায়ী, দেশজুড়ে চলা এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৬,১৫৯ জন প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিপুল সংখ্যক নিহতের মধ্যে ৫,৭৭৭ জন সাধারণ আন্দোলনকারী এবং ২১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বিশেষ উদ্বেগের বিষয় হলো, মৃতদের তালিকায় অন্তত ৮৬ জন শিশু ও ৪৯ জন পথচারী রয়েছেন যারা সরাসরি কোনো বিক্ষোভের সাথে যুক্ত ছিলেন না। যদিও ইরান সরকারের পক্ষ থেকে এই সংখ্যা অনেক কমিয়ে ৩,১১৭ জন বলে দাবি করা হয়েছে। সরকারি মতে, এদের মধ্যে অধিকাংশই ‘সন্ত্রাসবাদী’।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে এটিই সবচেয়ে বড় গণআন্দোলন এবং তার বিপরীতে সবচেয়ে নিষ্ঠুর দমননীতি। ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা এবং ফোন পরিষেবা বিচ্ছিন্ন করে দিয়ে তথ্য গোপনের চেষ্টা করা হলেও মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। একদিকে বিশ্বজুড়ে যখন ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’ নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।