অরিজিতের বিদায়ে বাকরুদ্ধ রাজ-শুভশ্রী! “বিশ্বাস করতে পারছি না”, প্রতিক্রিয়া টলি দম্পতির

মঙ্গলবার রাতটা সাধারণ সঙ্গীতপ্রেমীদের কাছে ছিল এক বড় ধাক্কা। যখন সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন খোদ অরিজিৎ সিং। গায়কের ঘোষণা— তিনি আর নতুন কোনো সিনেমার জন্য গান (প্লে-ব্যাক) গাইবেন না। এই খবর যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে, তখন টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ব্যস্ত ছিলেন রাজের নতুন ছবি ‘হোক কলরব’-এর স্পেশাল স্ক্রিনিং নিয়ে। শো শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে অরিজিতের এই সিদ্ধান্তের কথা শুনে কার্যত আকাশ থেকে পড়েন তাঁরা।

রাজ-শুভশ্রীর প্রতিক্রিয়া: পরিচালক রাজ চক্রবর্তী রীতিমতো হতভম্ব হয়ে যান। তিনি বলেন, “সিনেমা দেখে বেরোলাম, তোমাদের মুখেই শুনছি। কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না। অরিজিৎ সিং গান গাইবে না, এটা হতেই পারে না! আমরা সবাই ওর অন্ধ ভক্ত।” তবে ভক্ত হিসেবে রাজের সাফ কথা, মাধ্যম যাই হোক, অরিজিতের কণ্ঠ শোনা গেলেই হল। রাজের কথায়, “ওর গলা দিয়ে গান বেরোবে, সেটা আমরা শুনবই। কোথায় গাইছে সেটা বড় ব্যাপার নয়।” অন্যদিকে শুভশ্রী তো হেসেই উড়িয়ে দিতে চাইলেন অবিশ্বাস্য এই খবর। তিনি বলেন, “এই খবরটা হজম করতে আমার সময় লাগবে। আমাকে নিজে ওর পোস্ট দেখতে হবে, তোমাদের কথা বিশ্বাসই করতে পারছি না!”

কী লিখেছিলেন অরিজিৎ? মঙ্গলবার বছরের শুরুতে এক বড় ঘোষণা করে অরিজিৎ লেখেন, “সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আজ জানাচ্ছি যে, প্লে-ব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। আমি এখানেই শেষ করছি (I am calling it off)।”

কেন এই আকস্মিক বিদায়? কেরিয়ারের মধ্যগগনে থেকে কেন এমন সিদ্ধান্ত? নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে অরিজিৎ স্পষ্ট করেছেন যে, এই সিদ্ধান্ত হুট করে নেওয়া নয়। তিনি আসলে ‘একঘেয়েমি’ বা বোরডম-এ ভুগছেন। তিনি লিখেছেন, “বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের সঙ্গীত নিয়ে কাজ করতে হবে। আমি বোর হয়ে গিয়েছি।” পাশাপাশি নতুন প্রতিভাদের সুযোগ করে দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে প্লে-ব্যাক না করলেও অরিজিৎ যে সঙ্গীত সাধনা ছাড়ছেন না, তা তাঁর কথাতেই স্পষ্ট।