সাহেবের হাতে সুস্মিতার বার্থডে কেক! তবে কি প্রেমচর্চায় সিলমোহর দিলেন ‘কথা’ জুটি?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে-র আজ জন্মদিন। ২৮ জানুয়ারি ক্যালেন্ডারের পাতা উল্টাতেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নায়িকা। তবে এই বিশেষ দিনটির প্রথম মুহূর্ত সুস্মিতা কার সঙ্গে কাটালেন, তা নিয়ে এখন স্টুডিও পাড়া থেকে সোশ্যাল মিডিয়া— সর্বত্রই জোর চর্চা। তিনি আর কেউ নন, সুস্মিতার পর্দার নায়ক সাহেব ভট্টাচার্য। ‘কথা’ ধারাবাহিকের এই জুটির পর্দার রসায়ন এতটাই গভীর ছিল যে, বাস্তবেও তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার জন্মদিনের হুল্লোড়ে সেই জল্পনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন এই জুটি।
মধ্যরাতের সেই মুহূর্ত: বুধবার সাহেবের একটি ফ্যান পেজ থেকে সুস্মিতার জন্মদিনের একাধিক অদেখা ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কালো অফ-শোল্ডার গাউনে মোহময়ী সুস্মিতা। গলায় ঝকঝকে পেন্ডেন্ট আর খোলা চুলে তিনি যেন কোনো স্বপ্নসুন্দরী। অন্যদিকে, সাহেবও পাল্লা দিয়ে পরেছিলেন কালো শার্ট ও জিন্স। একে অপরের সঙ্গে এই ‘কালার কোঅর্ডিনেশন’ কিন্তু সাধারণ কোনো কাকতালীয় ঘটনা বলে মানতে চাইছেন না নেটিজেনরা।
রোম্যান্টিক ফ্রেম ও লাভ সাইন: ছবির কোলাজে ধরা পড়েছে সাহেব ও সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত। জন্মদিনের কেকটি হাতে ধরে রেখেছেন সাহেব, আর মাথায় ক্রাউন পরে কেক কাটছেন বার্থডে গার্ল সুস্মিতা। একটি ছবিতে দুজনকে আঙুলের ফাঁকে ‘লাভ সাইন’ বা হৃদয়ের চিহ্ন তৈরি করতে দেখা গেছে। একে অপরের চোখের দিকে তাকিয়ে তাঁদের সেই হাসি বলে দিচ্ছিল মনের গোপন কোনো এক গল্পের কথা। একটি ভিডিওতে দেখা গেছে, সুস্মিতার গায়ে জন্মদিনের স্যাশ পরিয়ে দিচ্ছেন খোদ সাহেব।
পরিবারের সঙ্গেই কি মিশে গেছেন সাহেব? শুধু জন্মদিন নয়, এর আগে ক্রিসমাস উদযাপন থেকে শুরু করে সাহেবের দিদির ছেলের জন্মদিন— সব জায়গাতেই সুস্মিতার অবাধ যাতায়াত নজর কেড়েছে। এমনকি কিছুদিন আগে নিজের পরিবারের সঙ্গেও সাহেবকে আলাপ করিয়ে দিয়েছেন সুস্মিতা। যদিও দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন, কিন্তু মধ্যরাতের এই সেলিব্রেশন কি শুধুই ‘বন্ধুত্ব’? অনুরাগীদের মতে, ধোঁয়া যখন আছে, আগুন নিশ্চয়ই কোথাও না কোথাও লেগেছে!