নির্বাচনের আগে অশান্তি তৈরির ছক! পুরুলিয়ায় ৭২,০০০ কোটির প্রকল্পের ঘোষণা করে বিরোধীদের হুঁশিয়ারি মমতার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, নির্বাচনী ফায়দা তুলতে কিছু অশুভ শক্তি রাজ্যে অশান্তি ও দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। দক্ষিণ কলকাতায় শ্মশান ঘাটের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি রাজ্যবাসীকে প্ররোচনায় পা না দেওয়ার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান।
উন্নয়ন ও শিল্পের খতিয়ান: মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দ্রুত শিল্পায়নের দাবি করে জানান, বর্তমানে রাজ্যে কোনো ধর্মঘট হয় না। তিনি বলেন, “পুরুলিয়া জেলাতেই ৭২,০০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। হাওড়া থেকে দুর্গাপুর পর্যন্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় এখন কোনো ফাঁকা জায়গা চোখে পড়ে না, এতটাই শিল্পোন্নয়ন হয়েছে।” ইকো পার্ক, ৪৩টি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ছয়টি অর্থনৈতিক করিডোরের কথাও উল্লেখ করেন তিনি।
পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা: ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হওয়া অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভিনরাজ্যের প্রায় ১.৫ কোটি মানুষ বাংলায় কাজ করেন, কেউ তাঁদের বিরক্ত করে না। কিন্তু আমাদের শ্রমিকরা বাইরে গেলে নিগৃহীত হন।” তিনি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন যে তাঁদের জন্য এখানেই কর্মসংস্থান তৈরি করা হবে।