মৃত্যুর আলিঙ্গন! বিশাল অজগরের কবলে এক ব্যক্তি, হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠছে নেটপাড়া

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এমন কিছু ভিডিও সামনে আসে যা দেখে রক্ত হিম হয়ে যায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি অতিকায় অজগর এক ব্যক্তির পা এমনভাবে পেঁচিয়ে ধরেছে যে তা ছাড়ানো প্রায় অসম্ভব। কয়েক সেকেন্ডের এই ক্লিপটি দেখে নেটিজেনদের রীতিমতো নিশ্বাস বন্ধ হওয়ার উপক্রম।

ভিডিওর রুদ্ধশ্বাস মুহূর্ত: একটি জঙ্গল ঘেরা এলাকায় এই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিশালকায় অজগরটি লোকটির পা শক্ত করে পেঁচিয়ে ধরেছে। সাধারণত অজগর তার শিকারকে পেঁচিয়ে ধরে হাড় গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এখানেও সাপটি সেই চেষ্টাই করছিল। তবে ওই ব্যক্তি সম্ভবত একজন পেশাদার সর্প শিকারি বা প্রশিক্ষক। জীবনের ঝুঁকি নিয়ে তিনি এক হাতে অজগরটির মুখ চেপে ধরে নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এই হাড়হিম করা দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।