FD-তে সব থেকে বেশি সুদ এই ব্যাঙ্কগুলিতে, একনজরে জেনেনিন নাম?

নতুন বছরের শুরুতেই মধ্যবিত্তের সঞ্চয়ে বড় ধাক্কা! একের পর এক বাণিজ্যিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের (FD) ওপর সুদের হার কমাতে শুরু করায় কপালে চিন্তার ভাঁজ অবসরপ্রাপ্ত কর্মীদের। বিশেষ করে প্রবীণ নাগরিকরা, যাঁরা ব্যাঙ্কের সুদের ওপরই জীবনধারণ করেন, তাঁদের জন্য পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে নিরাশ হওয়ার কারণ নেই। এখনও কিছু ব্যাঙ্কে সুদের হার ৮ শতাংশের ঘরে রয়েছে। কোথায় টাকা রাখলে আপনার লাভ সবথেকে বেশি? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা।

স্মল ফিনান্স ব্যাঙ্কেই সেরা সুযোগ: বর্তমানে প্রবীণ নাগরিকদের ৫ বছরের মেয়াদে সবথেকে বেশি সুদ দিচ্ছে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি।

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক: সুদের হার সর্বোচ্চ ৮%।

জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক: দিচ্ছে ৭.৭৭% সুদ।

উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক: সুদের হার ৭.৭%।

উৎকর্ষ ও ইকুইটাস: এখানে মিলছে ৭.৫% সুদ।

বেসরকারি ব্যাঙ্কের দৌড়: বড় বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যেও বেশ কিছু নামি সংস্থা এখনও ভালো রিটার্ন দিচ্ছে।

IDFC ফার্স্ট, YES ব্যাঙ্ক ও SBM ব্যাঙ্ক: প্রবীণদের দিচ্ছে ৭.৫% সুদ।

অ্যাক্সিস ও RBL ব্যাঙ্ক: সুদের হার ৭.২০%।

HDFC ও ICICI ব্যাঙ্ক: এখানে সুদ মিলছে যথাক্রমে ৬.৯০% এবং ৭.১০%।

বন্ধন ব্যাঙ্ক: প্রবীণদের জন্য সুদের হার ৬.৬০%।

রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাঙ্কের হাল: সরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে বরাবরের মতো ভরসাযোগ্য স্থানে রয়েছে স্টেট ব্যাঙ্ক।

SBI: ৫ বছরের সিনিয়র সিটিজেন FD-তে সুদ দিচ্ছে ৭.০৫%।

ব্যাঙ্ক অফ বরোদা: সুদের হার ৬.৯০%।

PNB ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: এখানে সুদ মিলছে ৬.৬০%।

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: সবথেকে কম, মাত্র ৫.৫০% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।

বিনিয়োগকারীদের জন্য টিপস: সুদ কমার এই মরশুমে কেবল সুদের হার দেখলেই হবে না, ব্যাঙ্কের নিরাপত্তা এবং আপনার জরুরি প্রয়োজনের কথাও মাথায় রাখতে হবে। স্মল ফিনান্স ব্যাঙ্কে ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমার (DICGC) আওতায় সুরক্ষিত থাকে, তাই ঝুঁকি বুঝে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ।