বড় খবর! ১০ বছরের আগে কাজ ছাড়লে ফেরত পাবেন না প্রশিক্ষণের টাকা; CISF কর্মীর আবেদন খারিজ হাইকোর্টে

কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে (CAPF) যোগ দেওয়ার পর মাঝপথে চাকরি ছাড়ার কথা ভাবছেন? তবে সাবধান! দিল্লি হাইকোর্ট একটি সাম্প্রতিক মামলার রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন জওয়ানকে নিয়োগের পর অন্তত ১০ বছর বাধ্যতামূলকভাবে দেশের সেবা করতে হবে। প্রশিক্ষণের বিপুল খরচ এবং সরকারি অর্থের অপচয় রুখতেই এই কড়া অবস্থান আদালতের।
ঠিক কী ঘটেছিল? সিআইএসএফ (CISF)-এর এক সাব-ইন্সপেক্টর প্রশিক্ষণের সময় ইস্তফা দেন। তিনি দাবি করেছিলেন যে, প্রশিক্ষণের জামানত হিসেবে জমা রাখা ২,৫৭,৫৪৪ টাকা সুদসহ তাঁকে ফেরত দিতে হবে। কিন্তু বিচারপতি বি. কামেশ্বর রাও এবং মনমিত প্রীতম সিং অরোরার বেঞ্চ তাঁর এই আবেদন খারিজ করে দেয়।
আদালতের যুক্তি ও পর্যবেক্ষণ:
বিপুল সরকারি ব্যয়: একজন জওয়ানকে দক্ষ করে তুলতে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে। মাঝপথে কেউ চলে গেলে সেই বিনিয়োগ নষ্ট হয়।
সম্মতিপত্রের গুরুত্ব: নিয়োগের সময় প্রতিটি প্রার্থী সই করেন যে, ১০ বছরের আগে চাকরি ছাড়লে প্রশিক্ষণ ফি ফেরত পাওয়া যাবে না।
সত্য গোপন: আবেদনকারী পারিবারিক কারণ দেখিয়ে কাজ ছাড়লেও পরে দেখা যায় তিনি অন্য একটি সরকারি চাকরি (জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট) পেয়েছিলেন।
হাইকোর্টের মতে, সশস্ত্র বাহিনীতে সুযোগ পাওয়ার পর ব্যক্তিগত লাভের জন্য বিকল্প খোঁজা ‘দায়িত্বজ্ঞানহীনতা’। দেশরক্ষার কাজে এই শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।