ভারত-ইউরোপের বাণিজ্য চুক্তিতে উর্ধগতি শেয়ারবাজারে, এই ট্রেন্ড কতদিন চলবে?

২৭ জানুয়ারি, ২০২৬— ভারতের অর্থনৈতিক ইতিহাসে খোদাই করা থাকবে এক সোনালি দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউরোপীয় ইউনিয়নের (EU) ২৭টি দেশের সঙ্গে ঐতিহাসিক ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ (FTA) সম্পন্ন করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডার লিয়েন এই চুক্তিকে ‘মাদার অফ অল ডিল’ বলে অভিহিত করেছেন। এই ঘোষণার পরপরই খুশির হাওয়া ভারতের শেয়ার বাজারে, সেনসেক্স ও নিফটি দুই-ই দৌড়াচ্ছে উর্ধ্বমুখী।
শেয়ার বাজারের হালহকিকত:বুধবার বাজার খুলতেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্দীপনা চোখে পড়ে। সেনসেক্স আগের দিনের তুলনায় প্রায় ৪৫১ পয়েন্ট বেড়ে ৮২৩০৮-এর ঘরে পৌঁছে যায়। অন্যদিকে নিফটিও ১২১ পয়েন্ট বেড়ে ২৫২৯৮ পয়েন্ট স্পর্শ করে। মূলত ইউরোপে রফতানি বাড়ার আশায় টেক্সটাইল এবং জুয়েলারি সেক্টরের শেয়ারে তেজি ভাব লক্ষ্য করা গেছে।
সস্তা হবে কী কী? লাভ কার, লস কার? বিশিষ্ট আর্থিক বিশেষজ্ঞ সমীরকুমার সেনের মতে, এই চুক্তির প্রভাব হবে সুদূরপ্রসারী
রফতানিতে পোয়াবারো: ভারতের বস্ত্র, চামড়াজাত পণ্য, চা, কফি, মশলা এবং রত্ন-অলঙ্কারের ওপর ইউরোপে শুল্ক কমবে। ফলে এই ক্ষেত্রগুলোর স্টকে বড় উত্থান আসতে পারে।
সস্তা হবে বিদেশি বিলাসিতা: ২৫ লক্ষ টাকার বেশি দামের ইউরোপীয় গাড়ি, নামী ওয়াইন, স্পিরিট এবং প্রক্রিয়াজাত খাবারের দাম ভারতে অনেকটা কমতে পারে।
চাপে দেশীয় সংস্থা: ইউরোপীয় গাড়ি ও ওষুধ সস্তা হলে টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো দেশীয় অটো জায়ান্ট এবং কিছু ফার্মা স্টক সাময়িকভাবে চাপে পড়তে পারে।
বিনিয়োগকারীদের জন্য সতর্কতা: বাজার বিশেষজ্ঞ সমীর সেন আরও সতর্ক করে জানিয়েছেন যে, কেবল এই চুক্তির ওপর ভরসা করে ঝাঁপিয়ে পড়া ঠিক হবে না। বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতি এবং সোনা-রুপোর আকাশছোঁয়া দাম বাজারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আমেরিকার সঙ্গে এখনও কোনও বড় বাণিজ্য চুক্তি না হওয়ায় বাজারের অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।