অস্কারের পর এবার বাফটা! মণিপুরী ছবি ‘বুং’-এর বিশ্বজয়, টক্কর দেবে হলিউড জায়ান্টদের

ভারতীয় আঞ্চলিক চলচ্চিত্রের মুকুটে যুক্ত হলো আরও একটি সোনালি পালক। নবীন পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবীর মণিপুরী ছবি ‘বুং’ (Boong) ২০২৬ সালের সম্মানজনক ‘বাফটা’ (BAFTA) অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছে। লন্ডনের ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস-এর পক্ষ থেকে ‘সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্র’ বিভাগে এই মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

বিশ্বমঞ্চে কঠিন লড়াই: ‘বুং’-এর এই যাত্রাপথ মোটেও সহজ নয়। লণ্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত এই প্রতিযোগিতায় মণিপুরের এই সাদামাটা গল্পের সিনেমাটিকে টক্কর দিতে হবে ডিজনির ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুটোপিয়া ২’ এবং অ্যানিমেটেড সায়েন্স ফ্যান্টাসি ‘আর্কো’-র মতো বিগ-বাজেট হলিউডি ছবির সাথে। তবে সমালোচকদের মতে, গল্পের সারল্যই এই ছবির সবথেকে বড় শক্তি।

কী আছে ‘বুং’-এর গল্পে? মণিপুরের উপত্যকায় বসবাসকারী এক ছোট ছেলে ‘বুং’-এর কাহিনী ঘিরেই আবর্তিত হয়েছে এই ছবি। প্রধান চরিত্রে অভিনয় করেছে গুগুন কিপগেন। মা-কে একটি বিশেষ উপহার দিয়ে চমকে দিতে চায় ছোট্ট বুং—এই সহজ অথচ মর্মস্পর্শী প্রচেষ্টাই দর্শকদের এক আবেগঘন সফরের সঙ্গী করে তোলে। শৈশবের সারল্য আর মণিপুরের সামাজিক প্রেক্ষাপট এখানে ফুটে উঠেছে নিখুঁতভাবে।

বলিউড যখন পাশে: ছবির গুণগত মান দেখে মুগ্ধ হয়ে প্রযোজনা ও সমর্থনে এগিয়ে এসেছেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি (এক্সেল এন্টারটেইনমেন্ট)। লক্ষ্মীপ্রিয়া দেবীর এটিই প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবি। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬-এ জানা যাবে, হলিউডের মেগা-বাজেট ছবিগুলোকে হারিয়ে ভারত এই ট্রফি নিজের নামে করতে পারে কি না।