মহারাষ্ট্রের রাজনীতিতে মহাপ্রলয়! ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

মহারাষ্ট্রের রাজনীতিতে এক অন্ধকার অধ্যায়ের সূচনা হলো। বুধবার সকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের দাপুটে নেতা তথা উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বারামতীতে অবতরণের সময় তাঁর ব্যক্তিগত বিমানটি ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা আগুনের গোলায় পরিণত হয়। বিমানে থাকা ৫ জন আরোহীর মধ্যেই কেউই বেঁচে নেই।
ঘটনার বিবরণ: জেলা পরিষদ নির্বাচনের প্রচারণার জন্য বুধবার সকাল ৮:৪৫ মিনিট নাগাদ মুম্বাই থেকে বারামতীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার। প্রত্যক্ষদর্শীদের মতে, দৃশ্যমানতা কম থাকার কারণে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে বিমানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। বিমানে অজিত পাওয়ার ছাড়াও তাঁর একজন নিরাপত্তা রক্ষী (PSO), একজন সহকারী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন।
রাজনৈতিক সফর: সমর্থকদের কাছে ‘দাদা’ হিসেবে পরিচিত ৬৬ বছর বয়সী এই নেতা ছিলেন মহারাষ্ট্রের রাজনীতির অন্যতম চাণক্য। কাকা শরদ পাওয়ারের হাত ধরে আশির দশকে রাজনীতিতে আসা অজিত পাওয়ার সাতবার বারামতী বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯১ সালে প্রথমবার সাংসদ হওয়ার পর কাকার জন্য আসন ছেড়ে দিয়ে তিনি রাজ্য রাজনীতিতে মনোযোগ দেন। রেকর্ড সংখ্যক বার উপ-মুখ্যমন্ত্রী হওয়া এই নেতার মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক সমীকরণ ওলটপালট হয়ে গেল।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল পৌঁছেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলের পরিবারসহ গোটা মহারাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে।